শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমা পরিচালনা করে সাড়া ফেলা দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমার এবার নতুন কাজে নামছেন। আর সেই কাজে প্রথমবারের মত তার সঙ্গী হচ্ছেন দক্ষিনী ও বলিউড ফিল্ম ইন্ডাস্টির দুই সুপারস্টার রজনীকান্ত ও সালমান খান।
আগামী মাসে ছবিটির প্রসঙ্গে সালমান ও রজনীকান্তের সঙ্গে অ্যাটলি বিস্তর আলোচনা করবেন। অ্যাটলির পরিচালনায় সান পিকচার্স ছবিটি প্রযোজনা করবে। যার মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে বড় চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করছেন অ্যাটলি।
জানা গেছে, আসন্ন প্রজেক্টটির জন্য বিগত দুই বছর ধরে সালমান ও রজনীকান্তের সঙ্গে যোগাযোগ করছিলেন অ্যাটলি। তবে শিডিউল না মেলায় দুই তারকাকে এক করতে পারছিলেন না অ্যাটলি। তবে এবারের আলোচনায় সালমান ও রজনীকান্তকে এক করার ব্যাপারে বেশ আশাবাদী অ্যাটলি ও তার পুরো টিম।চলতি বছরের শেষ নাগাদই আসন্ন প্রজেক্টটির শুটিং শুরু করতে চান বলে সূত্রটি জানিয়েছে।
সালমান এই মুহূর্তে ব্যস্ত তার আসন্ন সিনেমা ‘সিকান্দার’র শুটিং নিয়ে। অন্যদিকে রজনীকান্তের হাতেও ‘কুলি’ ছবির কাজ। তাইতো ধারণা করা হচ্ছে এগুলোর কাজ শেষ হলেই এই দুই তারকা অ্যাটলির প্রজেক্ট হাতে নিবেন।
নিজস্ব সংবাদ : 




















