বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং এটি আজ সন্ধ্যা বা রাত নাগাদ ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে এক বিশেষ আবহাওয়ার বিজ্ঞপ্তি জারি করেন আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত এই ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে প্রবল আকার ধারণ করেছে। বর্তমানে এটি (১৪.৬° উত্তর অক্ষাংশ এবং ৮৩.০° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে।
ঘূর্ণিঝড় ‘মোন্থা’ সোমবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৯০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৫০ কিলোমিটার এবং মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে যথাক্রমে ১ হাজার ১৪০ কিলোমিটার এবং ১ হাজার ১৫৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ছিল। এটি আরও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার মাধ্যমে আজ সন্ধ্যা বা রাতের দিকে ভারতের অন্ধ্র প্রদেশের উপকূল অতিক্রম করতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবল ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৬৪ কিলোমিটার এলাকা জুড়ে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। এই এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে, যা উপকূলীয় অঞ্চলগুলোর জন্য বিপদজনক হতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরসমূহকে ২ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তরা বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে এবং গভীর সাগরে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে।
প্রকৃতিবার্তা ডেস্ক 




















