সংবাদ শিরোনাম ::
Logo আশা জাগিয়ে শুরু কপ ৩০, মুকিত মজুমদার বাবুর প্রত্যাশা পূর্বের প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন    Logo ট্রাম্পকে ইঙ্গিত করে লুলার প্রত্যয়, “কপ ৩০ হবে সত্যের কপ” Logo এবার নিজেকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আরিফিন শুভ Logo ১৩ নভেম্বরের কর্মসূচি ঘিরে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার Logo ভারত-পাকিস্তানে একরাতের ব্যবধানে বোমা হামলা: দিল্লিতে নিহত ৯, ইসলামাবাদে নিহত ১২ Logo রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে Logo সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল সাড়ে তিন মাস Logo দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের হজ পালনের অনুমতি দিবে না সৌদি সরকার Logo নদী গিলে নিচ্ছে জমি: ভাঙনের সঙ্গে বাংলাদেশের অন্তহীন লড়াই Logo ময়মনসিংহে বাসে আগুন, দগ্ধ হয়ে চালকের মৃত্যু

প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মোন্থা’, সন্ধ্যায় অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে

প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মোন্থা’, সন্ধ্যায় অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং এটি আজ সন্ধ্যা বা রাত নাগাদ ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে এক বিশেষ আবহাওয়ার বিজ্ঞপ্তি জারি করেন আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত এই ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে প্রবল আকার ধারণ করেছে। বর্তমানে এটি (১৪.৬° উত্তর অক্ষাংশ এবং ৮৩.০° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে।

ঘূর্ণিঝড় ‘মোন্থা’ সোমবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৯০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৫০ কিলোমিটার এবং মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে যথাক্রমে ১ হাজার ১৪০ কিলোমিটার এবং ১ হাজার ১৫৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ছিল। এটি আরও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার মাধ্যমে আজ সন্ধ্যা বা রাতের দিকে ভারতের অন্ধ্র প্রদেশের উপকূল অতিক্রম করতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবল ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৬৪ কিলোমিটার এলাকা জুড়ে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। এই এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে, যা উপকূলীয় অঞ্চলগুলোর জন্য বিপদজনক হতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরসমূহকে ২ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তরা বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে এবং গভীর সাগরে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

আশা জাগিয়ে শুরু কপ ৩০, মুকিত মজুমদার বাবুর প্রত্যাশা পূর্বের প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন   

প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মোন্থা’, সন্ধ্যায় অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে

আপডেট সময় ০৪:৩৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং এটি আজ সন্ধ্যা বা রাত নাগাদ ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে এক বিশেষ আবহাওয়ার বিজ্ঞপ্তি জারি করেন আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত এই ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে প্রবল আকার ধারণ করেছে। বর্তমানে এটি (১৪.৬° উত্তর অক্ষাংশ এবং ৮৩.০° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে।

ঘূর্ণিঝড় ‘মোন্থা’ সোমবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৯০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৫০ কিলোমিটার এবং মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে যথাক্রমে ১ হাজার ১৪০ কিলোমিটার এবং ১ হাজার ১৫৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ছিল। এটি আরও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার মাধ্যমে আজ সন্ধ্যা বা রাতের দিকে ভারতের অন্ধ্র প্রদেশের উপকূল অতিক্রম করতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবল ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৬৪ কিলোমিটার এলাকা জুড়ে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। এই এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে, যা উপকূলীয় অঞ্চলগুলোর জন্য বিপদজনক হতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরসমূহকে ২ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তরা বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে এবং গভীর সাগরে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে।