শিশির ভেজা সকালে
পাখির ডাকে ভোরে
প্রকৃতিবন্ধু চলে আসে
এই বাংলার মাটির টানে।
গাছ লাগায় সবুজ বাঁচায়
নদী-বন-পাহাড়ের মায়ায়
ফুল ফোটে তাঁর ছোঁয়ায়
প্রাণ ফিরে পৃথিবীটায়।
ফুলের হাসি নদীর গান
তাঁর হৃদয়ে বাজে প্রাণ
আলো-ছায়ায় খেলে প্রকৃতিবন্ধু
সবুজে ভরে তাঁর মন সিন্ধু!
পাহাড়-পর্বত চূড়ায়
বনের মাঝে হাঁটে
গাছের ডালে বন্ধু খোঁজে
প্রাণ-প্রকৃতির বন্ধু, সে যে থাকে সবুজে!
নদীজল-আকাশ-মাটি
সবই তার খেলার সাথী
যে মানুষ মাঝে সবুজ মন
সেই প্রকৃতির আপন জন।
গাছ লাগায়, জল ঢালে
পাখি-ফুল ভালোবাসে
পরিবেশ পরিষ্কার রাখে
প্রকৃতির কদর জানে সে।
সে যে প্রাণ-প্রকৃতিবন্ধু, শেখায় সবাইকে
এসো, হাত মেলাই
প্রকৃতির যত্ন করি, পরিবেশ বাঁচাই।
মাসুদুর রহমান 




















