বঙ্গোপসাগরে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। সকাল ৬টা ৪০ মিনিটে এই ধাক্কায় কাঁপলো ভারতের ওড়িশা, কলকাতা। বাংলাদেশের উপকূলসহ রাজধানী ঢাকাতেও মৃদুভাবে কম্পন অনুভূত হয়েছে । রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ১। এটি মাঝারি ধরনের ভূমিকম্প।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ওড়িশার পুরি উপকূলের কাছে বঙ্গোপসাগরের ৯১ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি।
ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বলে তাৎক্ষণিকভাবে কোনো খবর হয়নি। অবশ্য ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়নি।
উল্লেখ্য, গত সপ্তাহে ভারতের রাজধানী নয়া দিল্লি ও আশপাশের অঞ্চলে ৪ মাত্রার একটি ভূমিকম্প হয়। যা বাংলাদেশেও অনুভূত হয়েছিল।