সংবাদ শিরোনাম ::
Logo আশা জাগিয়ে শুরু কপ ৩০, মুকিত মজুমদার বাবুর প্রত্যাশা পূর্বের প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন    Logo ট্রাম্পকে ইঙ্গিত করে লুলার প্রত্যয়, “কপ ৩০ হবে সত্যের কপ” Logo এবার নিজেকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আরিফিন শুভ Logo ১৩ নভেম্বরের কর্মসূচি ঘিরে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার Logo ভারত-পাকিস্তানে একরাতের ব্যবধানে বোমা হামলা: দিল্লিতে নিহত ৯, ইসলামাবাদে নিহত ১২ Logo রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে Logo সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল সাড়ে তিন মাস Logo দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের হজ পালনের অনুমতি দিবে না সৌদি সরকার Logo নদী গিলে নিচ্ছে জমি: ভাঙনের সঙ্গে বাংলাদেশের অন্তহীন লড়াই Logo ময়মনসিংহে বাসে আগুন, দগ্ধ হয়ে চালকের মৃত্যু

বন্যা দুর্গত সহস্রাধিক রোগীকে চিকিৎসা সেবা দিলো প্রকৃতি ও জীবন

বন্যা দুর্গত সহস্রাধিক রোগীকে চিকিৎসা সেবা দিলো প্রকৃতি ও জীবন । ছবি : প্রকৃতি ও জীবন ক্লাব

“সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন” এ শ্লোগানকে সামনে রেখে ‘প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র’ এবং ‘প্রকৃতি ও জীবন ক্লাব’র উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। সোমবার (২৬ আগস্ট) কুমিল্লার লাকসাম নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজের নতুন ছাত্রাবাসে এ ফ্রী মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থাপত্র ও ওষুধ দেওয়া হয়।

প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের ইনচার্জ ডাঃ মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে ১০ জন বিশেষজ্ঞ ডাক্তার, ৮ জন সহকারী মেডিকেল অফিসারসহ ৩০ সদস্যের মেডিকেল টিম এ চিকিৎসা সেবা দেন। দিনব্যাপী পরিচালিত বিনামূল্যে চিকিৎসা টিমের সহযোগিতায় ছিলেন ২৫ সদস্যের ভলান্টিয়ার দল।

ডাঃ মোহাম্মদ মিজানুর রহমান জানান, মেডিসিন ও অর্থপেডিক বিশেষজ্ঞসহ ৩০ জন ডাক্তার দিনব্যাপী সহস্রাধিক শিশু, বৃদ্ধ ও নারী-পুরুষকে চিকিৎসক দেন। তিনি বলেন, রোগীদের মধ্যে বেশিরভাগই পানি বাহিত রোগ, জ্বর-কাশি, আমাশয়, ঠান্ডা জনিত, অ্যাজমা, নিউমোনিয়া ডায়রিয়ায় আক্রান্ত। আজ এ আশ্রয়কেন্দ্রে অবস্থানকারীসহ আশপাশের গ্রামের এসব রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে ব্যবস্থাপত্র এবং ৭৪ ধরনের ওষুধ দেয়া হয়।

সেবাদানকারী চিকিৎসকদের মধ্যে রয়েছেন- মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ শাহিন আলম, ডাঃ মতিউর রহমান, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডাঃ আশরাফুল আলম, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ আতিকুল ইসলাম, ডাঃ তৌহিদুল ইসলাম। তারা লাকসামের নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজ ছাত্রাবাস আশ্রয় কেন্দ্রে এবং অন্য ৬ জন মিরেরসরাই কেন্দ্রে চিকিৎসা দেন।

চিকিৎসা নিতে আসা রোগী বেলাল হোসেন জানান, মেডিকেল টিমের ডাক্তাররা আন্তরিকভাবে চিকিৎসা দিচ্ছেন। এ আশ্রয়কেন্দ্রে প্রায় সাড়ে ছয়শ লোক অবস্থান নিয়েছে। এছাড়াও আশেপাশের এলাকার লোকজন এখানে চিকিৎসা নেন।

মহিলা রোগী তাবাসসুম আক্তার জানান, পানিবাহিত সমস্যা নিয়ে চিকিৎসা নিতে এসেছি। হাত-পায়ের ঘাসহ আরও কিছু সমস্যা ছিল। ডাক্তাররা ব্যবস্থাপত্র দিয়েছেন, ওষুধও দিয়েছেন বিনামূল্যে।
অন্তঃসত্ত্বা তাসলিমা আক্তার জানান, হাত-পায়ের চুলকানি নিয়ে চিকিৎসা নিতে আসি। এছাড়াও গর্ভকালীন কিছু বিষয়েও চিকিৎসা দিয়েছেন ডাক্তাররা।

স্থানীয় সমাজসেবী মোঃ আবুল কালাম জানান, লাকসামের বেশিরভাগ এলাকার লোকজন পানিবন্দী হয়ে পড়েছেন। অনেকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো বন্যার শুরু থেকেই খাবারের ব্যবস্থা করছে। কিন্তু অনেকেই শারীরিক জটিলতায় ভুগছেন। এ ফ্রী মেডিকেল টিমের তৎপরতায় অনেক নারী-পুরুষ চিকিৎসা পেয়েছেন। এটি খুবই প্রশংসনীয় একটি উদ্যোগ।

জনপ্রিয় সংবাদ

আশা জাগিয়ে শুরু কপ ৩০, মুকিত মজুমদার বাবুর প্রত্যাশা পূর্বের প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন   

বন্যা দুর্গত সহস্রাধিক রোগীকে চিকিৎসা সেবা দিলো প্রকৃতি ও জীবন

আপডেট সময় ০৬:২০:২৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪

“সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন” এ শ্লোগানকে সামনে রেখে ‘প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র’ এবং ‘প্রকৃতি ও জীবন ক্লাব’র উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। সোমবার (২৬ আগস্ট) কুমিল্লার লাকসাম নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজের নতুন ছাত্রাবাসে এ ফ্রী মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থাপত্র ও ওষুধ দেওয়া হয়।

প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের ইনচার্জ ডাঃ মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে ১০ জন বিশেষজ্ঞ ডাক্তার, ৮ জন সহকারী মেডিকেল অফিসারসহ ৩০ সদস্যের মেডিকেল টিম এ চিকিৎসা সেবা দেন। দিনব্যাপী পরিচালিত বিনামূল্যে চিকিৎসা টিমের সহযোগিতায় ছিলেন ২৫ সদস্যের ভলান্টিয়ার দল।

ডাঃ মোহাম্মদ মিজানুর রহমান জানান, মেডিসিন ও অর্থপেডিক বিশেষজ্ঞসহ ৩০ জন ডাক্তার দিনব্যাপী সহস্রাধিক শিশু, বৃদ্ধ ও নারী-পুরুষকে চিকিৎসক দেন। তিনি বলেন, রোগীদের মধ্যে বেশিরভাগই পানি বাহিত রোগ, জ্বর-কাশি, আমাশয়, ঠান্ডা জনিত, অ্যাজমা, নিউমোনিয়া ডায়রিয়ায় আক্রান্ত। আজ এ আশ্রয়কেন্দ্রে অবস্থানকারীসহ আশপাশের গ্রামের এসব রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে ব্যবস্থাপত্র এবং ৭৪ ধরনের ওষুধ দেয়া হয়।

সেবাদানকারী চিকিৎসকদের মধ্যে রয়েছেন- মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ শাহিন আলম, ডাঃ মতিউর রহমান, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডাঃ আশরাফুল আলম, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ আতিকুল ইসলাম, ডাঃ তৌহিদুল ইসলাম। তারা লাকসামের নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজ ছাত্রাবাস আশ্রয় কেন্দ্রে এবং অন্য ৬ জন মিরেরসরাই কেন্দ্রে চিকিৎসা দেন।

চিকিৎসা নিতে আসা রোগী বেলাল হোসেন জানান, মেডিকেল টিমের ডাক্তাররা আন্তরিকভাবে চিকিৎসা দিচ্ছেন। এ আশ্রয়কেন্দ্রে প্রায় সাড়ে ছয়শ লোক অবস্থান নিয়েছে। এছাড়াও আশেপাশের এলাকার লোকজন এখানে চিকিৎসা নেন।

মহিলা রোগী তাবাসসুম আক্তার জানান, পানিবাহিত সমস্যা নিয়ে চিকিৎসা নিতে এসেছি। হাত-পায়ের ঘাসহ আরও কিছু সমস্যা ছিল। ডাক্তাররা ব্যবস্থাপত্র দিয়েছেন, ওষুধও দিয়েছেন বিনামূল্যে।
অন্তঃসত্ত্বা তাসলিমা আক্তার জানান, হাত-পায়ের চুলকানি নিয়ে চিকিৎসা নিতে আসি। এছাড়াও গর্ভকালীন কিছু বিষয়েও চিকিৎসা দিয়েছেন ডাক্তাররা।

স্থানীয় সমাজসেবী মোঃ আবুল কালাম জানান, লাকসামের বেশিরভাগ এলাকার লোকজন পানিবন্দী হয়ে পড়েছেন। অনেকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো বন্যার শুরু থেকেই খাবারের ব্যবস্থা করছে। কিন্তু অনেকেই শারীরিক জটিলতায় ভুগছেন। এ ফ্রী মেডিকেল টিমের তৎপরতায় অনেক নারী-পুরুষ চিকিৎসা পেয়েছেন। এটি খুবই প্রশংসনীয় একটি উদ্যোগ।