সংবাদ শিরোনাম ::
Logo পাকিস্তানের রাস্তায় নারী-শিশুর ওপর সিংহের আক্রমণ, কিন্তু কিভাবে? Logo মূল্যস্ফীতির হার কমে ৮.৪৮ শতাংশে, ২৭ মাসের মধ্যে সর্বনিম্ন Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯২ Logo বাংলাদেশকে বিশ্বমঞ্চে নিয়ে যেতে চান ঋতুপর্ণা Logo যে কারণে চুম্বন দৃশ্যে অভিনয় করেন না সালমান খান Logo যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২, নিখোঁজ ৪১ Logo ক্লাইমেট চেইঞ্জ ট্রাস্টকে শক্তিশালী করতে ১০বছর মেয়াদি স্ট্রাটেজিক প্ল্যান প্রণয়ন করা হবে Logo সন্তান আছে প্রমাণ করতে পারলে ২০ হাজার ডলার পুরস্কার দেবেন তানজিন তিশা Logo এসএসসির ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা Logo সাগরে লঘুচাপ, তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস, ভূমিধসের আশঙ্কা

বর্জ্য ব্যবস্থাপনা, শব্দ-বায়ুদূষণ নিয়ন্ত্রণ নিশ্চিত করতে কোরবানির পশুর হাটে মোবাইল কোর্ট  

বর্জ্য ব্যবস্থাপনা, শব্দ-বায়ুদূষণ নিয়ন্ত্রণ নিশ্চিত করতে কোরবানির পশুর হাটে মোবাইল কোর্ট  

আজ মঙ্গলবার (৩জুন) ঢাকার বিভিন্ন কোরবানির পশুর হাটে বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সুরক্ষা ও আইন-শৃঙ্খলা পর্যবেক্ষণে সমন্বিত পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়েছে। ঢাকা সিটি কর্পোরেশন, বিআরটিএ, পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়িত হয়।

 

এক প্রেস বিজ্ঞপ্তিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে: “নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে রাজধানীর সারুলিয়া গরুর হাটে মোবাইল কোর্ট পরিচালিত হয়। হাটের উভয় পাশে সিটি কর্পোরেশন কর্তৃক দুইটি ডাম্পিং স্টেশন স্থাপন করে বর্জ্য ব্যবস্থাপনা সহজতর করা হয়েছে। এ সময় বর্জ্য অপসারণে নিয়োজিত কর্মী ও স্বেচ্ছাসেবকদের দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়। হাটে আগত বিক্রেতা ও ক্রেতাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং মাইকিংয়ের মাধ্যমে বার্তা প্রচার করা হয়।

 

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাসের নেতৃত্বে ঢাকা মহানগর টিম ইনস্টিটিউট অফ লেদার টেকনোলজি কলেজ সংলগ্ন কোরবানির পশুর হাট পরিদর্শন করে। হাট কমিটি ও বিক্রেতাদের বর্জ্য সঠিক স্থানে ফেলাসহ শব্দ ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে সতর্ক থাকতে পরামর্শ প্রদান করা হয়।

এছাড়া বিআরটিএ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে গাবতলী ও বসিলা হাটে বর্জ্য ব্যবস্থাপনা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করা হয়। পরিবেশবান্ধব হাট পরিচালনায় সংশ্লিষ্টদের মধ্যে লিফলেট বিতরণসহ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

 

কোরবানির ঈদকে সামনে রেখে পরিবেশ সুরক্ষা ও জনস্বাস্থ্য নিশ্চিত করতে প্রশাসন, বিক্রেতা ও ক্রেতাসহ সকল পক্ষের সম্মিলিত প্রয়াস জোরদার করার আহ্বান জানানো হয়েছে। সবাইকে বর্জ্য নির্ধারিত স্থানে ফেলতে, শব্দ ও বায়ুদূষণ এড়াতে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।

 

কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন গরুর হাটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে যা অব্যাহত থাকবে।”

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের রাস্তায় নারী-শিশুর ওপর সিংহের আক্রমণ, কিন্তু কিভাবে?

বর্জ্য ব্যবস্থাপনা, শব্দ-বায়ুদূষণ নিয়ন্ত্রণ নিশ্চিত করতে কোরবানির পশুর হাটে মোবাইল কোর্ট  

আপডেট সময় ০৭:৩৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

আজ মঙ্গলবার (৩জুন) ঢাকার বিভিন্ন কোরবানির পশুর হাটে বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সুরক্ষা ও আইন-শৃঙ্খলা পর্যবেক্ষণে সমন্বিত পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়েছে। ঢাকা সিটি কর্পোরেশন, বিআরটিএ, পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়িত হয়।

 

এক প্রেস বিজ্ঞপ্তিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে: “নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে রাজধানীর সারুলিয়া গরুর হাটে মোবাইল কোর্ট পরিচালিত হয়। হাটের উভয় পাশে সিটি কর্পোরেশন কর্তৃক দুইটি ডাম্পিং স্টেশন স্থাপন করে বর্জ্য ব্যবস্থাপনা সহজতর করা হয়েছে। এ সময় বর্জ্য অপসারণে নিয়োজিত কর্মী ও স্বেচ্ছাসেবকদের দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়। হাটে আগত বিক্রেতা ও ক্রেতাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং মাইকিংয়ের মাধ্যমে বার্তা প্রচার করা হয়।

 

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাসের নেতৃত্বে ঢাকা মহানগর টিম ইনস্টিটিউট অফ লেদার টেকনোলজি কলেজ সংলগ্ন কোরবানির পশুর হাট পরিদর্শন করে। হাট কমিটি ও বিক্রেতাদের বর্জ্য সঠিক স্থানে ফেলাসহ শব্দ ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে সতর্ক থাকতে পরামর্শ প্রদান করা হয়।

এছাড়া বিআরটিএ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে গাবতলী ও বসিলা হাটে বর্জ্য ব্যবস্থাপনা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করা হয়। পরিবেশবান্ধব হাট পরিচালনায় সংশ্লিষ্টদের মধ্যে লিফলেট বিতরণসহ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

 

কোরবানির ঈদকে সামনে রেখে পরিবেশ সুরক্ষা ও জনস্বাস্থ্য নিশ্চিত করতে প্রশাসন, বিক্রেতা ও ক্রেতাসহ সকল পক্ষের সম্মিলিত প্রয়াস জোরদার করার আহ্বান জানানো হয়েছে। সবাইকে বর্জ্য নির্ধারিত স্থানে ফেলতে, শব্দ ও বায়ুদূষণ এড়াতে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।

 

কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন গরুর হাটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে যা অব্যাহত থাকবে।”