১৯৯৭ সালের হিট মুভি ‘বর্ডার’ জেপি দত্ত পরিচালনা করেন। এবার এই মুভির সিকুয়েল ‘বর্ডার টু’ আসছে। এবার মুভির মুখ্য চরিত্রে থাকছেন অভিনেতা সানি দেওল। তার সঙ্গে যোগ দিয়েছেন তরুন অভিনেতা বরুণ ধাওয়ান।
গণমাধ্যম থেকে জানা গেছে মুভিতে চুক্তিবদ্ধ হয়েছেন বরুণ ধাওয়ান। মুভিটির কাছের এক সূত্র জানিয়েছে, মুভির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে বরুণ ধাওয়ানকে। বরুণ মনে করছেন, এই ছবি তার ক্যারিয়ারের একটা গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক হতে চলেছে।
‘বর্ডার টু’ মুভিটি প্রযোজক ভূষণ কুমারের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করবেন জেপি দত্ত এবং নিধি দত্ত। মুভিটি পরিচালনা করবেন অনুরাগ সিং। এর আগে ‘দিল বোলে হাদিপ্পা!’, ‘জাট অ্যান্ড জুলিয়েট’, ‘পাঞ্জাব ১৯৮৪’, ‘কেশরী’র মতো বেশকিছু মুভিতে তিনি পরিচালনা করেছেন অনুরাগ।
মুভিটির শুটিং শুরু হবে এই বছরের নভেম্বর মাসে। ‘বেবি জন’ ছবির শুটিং শেষ করেই ডিসেম্বর থেকে শুটিং-এ যোগ দিবেন বরুণ ধাওয়ান । ‘বর্ডার টু’ মুভিটি ২০২৬ সালে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
নিজস্ব সংবাদ : 























