ভারতে অনুষ্ঠিত গত বছর ওয়ানডে বিশ্বকাপ বাংলাদেশ শুরু করেছিল ধর্মশালার মাঠ থেকে। সেখানে দুটি ম্যাচ খেলেছিল তারা। এর আগেও ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে এই হিমাচল প্রদেশের ভেন্যুটিতে খেলেছিল টিম টাইগার্স। টাইগারদের পরিচিত সেই মাঠে খেলার কথা ছিল এবারও।
কিন্তু সেখানকার ড্রেসিংরুমের সংস্কার কাজের জন্য সেখানে তাদের খেলা হচ্ছে না। ১ম টি-টুয়েন্টি ম্যাচটি সরিয়ে নেয়া হয়েছে দেশটির রাজস্থানের রাজ্যের গোয়ালিয়রে।
এক বিবৃতিতে প্রকাশ বিসিসিআই। ১ম টি-টুয়েন্টি ম্যাচ ছাড়া বাংলাদেশ সিরিজের আর কোনো ম্যাচের ভেন্যুতে। দুই দলের দ্বিতীয় টি-টুয়েন্টি মাঠে গড়াবে ৯ অক্টোবর ভারতের রাজধানী দিল্লিতে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে হায়দরাবাদে ১২ অক্টোবর।
টি-টোয়েন্টি সিরিজের আগে ভারতের সাথে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। চেন্নাই ও কানপুরে হবে সিরিজের দুটি টেস্ট। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫- এর অংশ এই সিরিজটি।
প্রায় ৫ বছর পর ভারতের মাটিতে ভারতের সঙ্গে টেস্ট ও টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ।
নাহিয়ান রহমান নিলয় 
























