সরকার পতনের পর বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে হিন্দুদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, দেশটিতে থাকা হিন্দুদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ১৪০ কোটি ভারতীয়।
বৃহস্পতিবার (১৫ অগাস্ট) ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির রেড ফোর্ট থেকে দয়া ভাষণে মোদি এসব কথা বলেন। খবর, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।
২০১৪ সালে ভারতের ক্ষমতায় আসে বিজেপি। প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদি। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী হিসেবে এটি মোদির টানা ১১তম ভাষণ। নরেন্দ্র মোদি বলেন, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ভারতের ১৪০ কোটি মানুষ। ভারত সবসময় বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী থাকবে। আমরা আশা করি, শিগগিরই বাংলাদেশে পরিস্থিতি স্বাভাবিক হবে। ভারতীয়রা চায় সেখানে হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।
গত জানুয়ারি মাসে জাতীয় নির্বাচনে জয় নিয়ে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসেন শেখ হাসিনা। তবে কোটা সংস্কার আন্দোলন ঘিরে জুন মাসে শুরু হওয়া ছাত্র বিক্ষোভ জুলাইয়ের শেষ ও আগস্টের শুরুর দিকে গণঅভ্যুত্থানে রূপ নিলে মাত্র সাত মাস পরই ক্ষমতা ছাড়তে বাধ্য হয় শেখ হাসিনা সরকার। এরপরই দেশজুড়ে হিন্দু ও সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির ভাঙচুর, হামলা, অগ্নিসংযোগের খবর আসতে থাকে।
পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন এলাকায় মুসলিমদেরও রাত জেগে মন্দির পাহারা দেওয়ার খবর-ছবি প্রকাশিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদমাধ্যমে।
ডেস্ক রিপোর্ট 



















