পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে ব্যাট হাতে দারুণ করছে বাংলাদেশ। ওপেনার সাদমান ইসলামের ফিফটির পর অর্ধশতক পেয়েছেন মুমিনুল হক, মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস। চার ফিফটিতে দারুণ লড়ে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ।
আজ তৃতীয় দিন শেষে ৯২ ওভারে ৫ উইকেটে ৩১৬ রান তুলেছে বাংলাদেশ। ১৩২ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শুরু করবে তারা। ১২২ বলে ৫৫ রানে ক্রিজে আছেন মুশফিকুর রহিম এবং তার সঙ্গী আছেন লিটন কুমার দাস যিনি ৫৮ বলে ৫২ রানে আছেন।
সাদমান ইসলাম ১৮৩ বলে ৯৩ রান করে ফিরে যান টাইগার ওপেনার। ইনিংসে ছিল ১২ চারের মার।
আজ বড় রান করতে পারেননি সাকিব আল হাসান। চা বিরতির পর ব্যাটে আসেন। মুশফিকুর রহিমের সঙ্গে রান দ্রুত করার চেষ্টা করেছিলেন । তবে তার ইনিংসটা তিনি দীর্ঘ করতে পারেননি। ৭২.৪ ওভারে সাইমের অফস্টাম্পের বাইরে ডেলিভারিতে কাভার ড্রাইভ খেলতে চেয়েছিলেন টাইগার অলরাউন্ডার। বল-ব্যাটের সংযোগ ঘটেনি। এক্সট্রা কভার অঞ্চলে উড়ে যায় বল। শান মাসুদ বল তালুবন্ধি করেন। ২১৮ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। সাইমের প্রথম টেস্ট উইকেটও সাকিব।
পরে লিটন দাসকে নিয়ে ফলোঅন এড়ান মুশফিকুর রহিম। মুশফিকের ফিফটির পর ৮৯ ওভারে নাসিম শাহ’র উপর চড়াও হন লিটন দাস।
টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে বুধবার টসে জিতে পাকিস্তানকে ব্যাটের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক শান্ত। ম্যাচের দ্বিতীয় দিন, বৃহস্পতিবার ৬ উইকেটে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিক দল। ডাবল সেঞ্চুরি থেকে ২৯ রান দূরে ছিলেন রিজওয়ান (১৭১*)। তার ব্যক্তিগত মাইলফলকের জন্য অপেক্ষা করেননি শান মাসুদ। সেঞ্চুরি করেছেন সৌদ শাকিলও (১৪১)। দ্বিতীয় দিনের শেষবেলায় বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে ২৭ রান সংগ্রহ করেছিল।
ডেস্ক রিপোর্ট 
























