পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দারুণ ব্যাটিং করেছে বাংলাদেশ। মুশফিকুর রহিমের ১৯১ রানের অনবদ্য ইনিংস এবং সাদমান ইসলামের ৯৩ রান, মুমিনুল হক, লিটন কুমার দাস ও মেহেদী হাসানের ফিফটিতে বাংলাদেশ ৫৬৫ রান সংগ্রহ করে । সেই সাথে ১১৭ রানের লিড নিয়েছে।
রাওয়ালপিন্ডিতে ৬ উইকেটে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল স্বাগতিক দল। জবাবে নেমে ১৬৭.৩ ওভারে ৫৬৫ রানে থামে টিম টাইগার্স। পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড এটি। এর আগে ২০১৫ সালে খুলনায় ৯ উইকেটে ৫৫৭ রান করেছিল বাংলাদেশ।
নয়ে নামা হাসান মাহমুদ মিরাজকে সঙ্গ দিয়েছেন প্রায় ছয় ওভার। ১৮ বল মোকাবেলা করে ১৬৩ ওভারের শেষ বলে শাহিন শাহ আফ্রিদির শিকার হন। ১৬৭তম ওভারে মিরাজকেও ফেরান শাহিন। ১৭৯ বলে ৭৭ রান করেন মিরাজ। শেষ দিকে শরিফুল দুটি করে চার ও ছক্কায় ১৪ বলে ২২ রান করে আউট হলে বাংলাদেশ থামে ৫৬৫ রানে।
পাকিস্তান ২য় ইনিংসে ব্যাট করতে নেমে ২৩ রান করেছে ১ উইকেট হারিয়ে ৪র্থ দিন শেষ করেছে।
নিজস্ব সংবাদ : 
























