সংবাদ শিরোনাম ::
Logo রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে Logo সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল সাড়ে তিন মাস Logo দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের হজ পালনের অনুমতি দিবে না সৌদি সরকার Logo নদী গিলে নিচ্ছে জমি: ভাঙনের সঙ্গে বাংলাদেশের অন্তহীন লড়াই Logo ময়মনসিংহে বাসে আগুন, দগ্ধ হয়ে চালকের মৃত্যু Logo টাঙ্গুয়ার, হাকালুকি হাওরে সুরক্ষা আদেশ জারি: উচ্চস্বরে গান-বাজনা, পার্টি করা যাবে না Logo জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ১৮টি প্রকল্প অনুমোদন: উপকূল, পাহাড়ে বাড়লো নিরাপদ পানির আশা     Logo কপ ৩০: জলবায়ু সংকট মোকাবিলায় এবারের সম্মেলন খুঁজবে দুটি জরুরি প্রশ্নের উত্তর Logo বয়স চল্লিশের পর সকালের নাস্তা কেমন হবে Logo কপ ৩০: ১৪৫ আলোচ্যসূচী নিয়ে শুরু জলবায়ু সম্মেলন, ব্রাজিলে মুকিত মজুমদার বাবু    

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের নতুন তালিকা ঘোষণা

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের নতুন তালিকা ঘোষণা

সাহিত্য পুরস্কারের জন্য ঘোষিত তালিকা থেকে তিনজনের নাম বাদ দিয়ে এবার সাতজনের নামে নতুন করে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ ঘোষণা করা হয়েছে। বাংলা একাডেমির ভেরিফায়েড ফেসবুক পেজে বুধবার রাতে এ তথ্য জানানো হয়।

গত ২৩ জানুয়ারি ১০ জনের নামে এবারের পুরস্কার ঘোষণা করা হয়। তবে তালিকা প্রকাশ করা হলে তা নিয়ে বিতর্ক দেখা দেয়। পরে ২৫ জানুয়ারি তালিকাটি স্থগিত করা হয়। বাংলা একাডেমির পক্ষে এ নিয়ে জানানো হয়, কারও কারও বিষয়ে কিছু অভিযোগ আসায় এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

আগের তালিকায় ছিলেন, কিন্তু নতুন তালিকায় নেই; ওই তিনজন হলেন– মোহাম্মদ হাননান, ফারুক নওয়াজ ও সেলিম মোরশেদ। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের নামে ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪। বাংলা একাডেমি নির্বাহী পরিষদের পুনর্বিবেচনা-সভা ২৯ জানুয়ারি ২০২৫ বুধবার অনুষ্ঠিত হয়। সভায় স্থগিতকৃত পুরস্কৃত লেখক তালিকা চূড়ান্ত করা হয়।

নতুন করে যাঁরা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তাঁরা হলেন– কবিতা: মাসুদ খান, নাটক ও নাট্যসাহিত্য: শুভাশিস সিনহা, প্রবন্ধ/গদ্য: সলিমুল্লাহ খান,অনুবাদ: জি এইচ হাবীব, গবেষণা: মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞান: রেজাউর রহমান ও ফোকলোর: সৈয়দ জামিল আহমেদ।

এদিকে বুধবার বাংলা একাডেমির পুরস্কার সংক্রান্ত দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলা একাডেমির পুরস্কারের জন্য গঠিত বোর্ডের সদস্য মোরশেদ শফিউল হাসান। এ ছাড়া বাংলা একাডেমির নির্বাহী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন কবি সাজ্জাদ শরিফ।

জনপ্রিয় সংবাদ

রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের নতুন তালিকা ঘোষণা

আপডেট সময় ১২:৩১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
সাহিত্য পুরস্কারের জন্য ঘোষিত তালিকা থেকে তিনজনের নাম বাদ দিয়ে এবার সাতজনের নামে নতুন করে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ ঘোষণা করা হয়েছে। বাংলা একাডেমির ভেরিফায়েড ফেসবুক পেজে বুধবার রাতে এ তথ্য জানানো হয়।

গত ২৩ জানুয়ারি ১০ জনের নামে এবারের পুরস্কার ঘোষণা করা হয়। তবে তালিকা প্রকাশ করা হলে তা নিয়ে বিতর্ক দেখা দেয়। পরে ২৫ জানুয়ারি তালিকাটি স্থগিত করা হয়। বাংলা একাডেমির পক্ষে এ নিয়ে জানানো হয়, কারও কারও বিষয়ে কিছু অভিযোগ আসায় এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

আগের তালিকায় ছিলেন, কিন্তু নতুন তালিকায় নেই; ওই তিনজন হলেন– মোহাম্মদ হাননান, ফারুক নওয়াজ ও সেলিম মোরশেদ। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের নামে ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪। বাংলা একাডেমি নির্বাহী পরিষদের পুনর্বিবেচনা-সভা ২৯ জানুয়ারি ২০২৫ বুধবার অনুষ্ঠিত হয়। সভায় স্থগিতকৃত পুরস্কৃত লেখক তালিকা চূড়ান্ত করা হয়।

নতুন করে যাঁরা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তাঁরা হলেন– কবিতা: মাসুদ খান, নাটক ও নাট্যসাহিত্য: শুভাশিস সিনহা, প্রবন্ধ/গদ্য: সলিমুল্লাহ খান,অনুবাদ: জি এইচ হাবীব, গবেষণা: মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞান: রেজাউর রহমান ও ফোকলোর: সৈয়দ জামিল আহমেদ।

এদিকে বুধবার বাংলা একাডেমির পুরস্কার সংক্রান্ত দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলা একাডেমির পুরস্কারের জন্য গঠিত বোর্ডের সদস্য মোরশেদ শফিউল হাসান। এ ছাড়া বাংলা একাডেমির নির্বাহী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন কবি সাজ্জাদ শরিফ।