সংবাদ শিরোনাম ::
Logo পাকিস্তানের রাস্তায় নারী-শিশুর ওপর সিংহের আক্রমণ, কিন্তু কিভাবে? Logo মূল্যস্ফীতির হার কমে ৮.৪৮ শতাংশে, ২৭ মাসের মধ্যে সর্বনিম্ন Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯২ Logo বাংলাদেশকে বিশ্বমঞ্চে নিয়ে যেতে চান ঋতুপর্ণা Logo যে কারণে চুম্বন দৃশ্যে অভিনয় করেন না সালমান খান Logo যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২, নিখোঁজ ৪১ Logo ক্লাইমেট চেইঞ্জ ট্রাস্টকে শক্তিশালী করতে ১০বছর মেয়াদি স্ট্রাটেজিক প্ল্যান প্রণয়ন করা হবে Logo সন্তান আছে প্রমাণ করতে পারলে ২০ হাজার ডলার পুরস্কার দেবেন তানজিন তিশা Logo এসএসসির ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা Logo সাগরে লঘুচাপ, তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস, ভূমিধসের আশঙ্কা

বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নাও থাকতে পারে: পরিকল্পনা উপদেষ্টা

বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নাও থাকতে পারে: পরিকল্পনা উপদেষ্টা

চলতি অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নাও থাকতে পারে বলে জানিয়েছে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তবে অপ্রদর্শিত অর্থ হিসেবে বাজেটে কিছু সুযোগ থাকতে পারে বরে জানান তিনি।

শনিবার (২১ জুন) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘এলডিসি থেকে উত্তরণের প্রেক্ষাপটে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা। অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‌্যাপিড)।

ওয়াহিদউদ্দিন বলেন, “কেউ হয়ত ৫ কোটি টাকার অ্যাপার্টমেন্ট কিনেছে। রেজিস্ট্রি দলিল অনুযায়ী এক কোটি টাকা দাম হবে। ওই এক কোটি কালো টাকা সাদা হওয়ার কথা। ওই এক কোটি টাকাও যদি সে দেখাতে না পারে, তাহলে এটা থাকার তো কোনো দরকার নাই; তুলে দেওয়া হোক।”

তিনি বলেন, সরকার চেষ্টা করছে এটা তুলে দিতে। নইলে অপ্রদর্শিত আয়ের করের সঙ্গে আরও জরিমানার বিধান করে তা রাখা যেতে পারে।

গত ৫ আগস্টের পর দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে মৃদু বিএনপি বা নিষ্ক্রিয়ভাবে বিএনপি করেন, এমন শিক্ষকদের প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তো একটা ট্যাগ (রাজনৈতিক পরিচয়) থাকেই; হয় সাদা দল, না হয় নীল বা অন্য কিছু। তবে আমি উপাচার্য নিয়োগের জন্য যাদের কাছ থেকে তালিকা সংগ্রহ করেছিলাম, তাদের কিছু মানদণ্ডের কথা বলে দিয়েছিলাম। তিনি বলেন, শিক্ষকের সাইটেশন সংখ্যা, সততা, দক্ষতা প্রভৃতি বিষয় দেখার পাশাপাশি রাজনৈতিক পরিচয় নিয়েও মানদণ্ড ঠিক করে দিয়েছিলেন পরিকল্পনা উপদেষ্টা।

ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও বলেন, যখন আমরা বিদায় নেব, তখন আমরা কী কী করে যাচ্ছি আমি একটা লিস্ট করে যেতে চাই। যাতে করে সবাই জানুক। আমাদের প্রচারের জন্য না পরবর্তী সরকারের জন্য যেহেতু উদাহরণ হিসেবে থাকে এবং তার থেকে বিচ্যুতি হলে অন্তত সবার চোখে যেন পড়ে।

অনুষ্ঠানে তৈরি পোশাক শিল্প মালিকরা বলেন, এলডিসি গ্র্যাজুয়েশন একটি প্রস্তুতিহীন পরিকল্পনা। তারা এর জন্য প্রস্তুত নন। এই উত্তরণ মান-সম্মানের ইস্যু নয়, বরং বাস্তবতা।

বিজিএমইয়ের সাবেক সভাপতি রুবানা হক বলেন, এটি একটি প্রস্তুতি পরিকল্পনা, আমরা কোনোমতেই এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য প্রস্তুত নই।

তবে উত্তরণ পেছানোর বিপক্ষে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তিনি বলেন, গ্র্যাজুয়েশন আমাদের হয়ে গেছে ২০২১ সালে। এখন আমরা প্রথম তিন বছরের পর দুই বছর এক ধরনের গ্রেস পিরিয়ডে আছি। এখন নতুন করে যদি তিন বা পাঁচ বছর চাওয়া হয় এটি এক ধরনের আবদার হতে পারে।

গ্র্যাজুয়েশন-পরবর্তী প্রযুক্তির ব্যবহারে শিল্প খাতে কর্মসংস্থান কমার শঙ্কা আছে। এই পরিস্থিতি মোকাবিলায় সরকারকে শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় বাড়ানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা।

র‌্যাপিড চেয়ারম্যান আবদুর রাজ্জাক বলেন, হেলথে যদি পাবলিক ইনভেস্টমেন্ট বেশি হয়, এডুকেশনে যদি পাবলিক ইনভেস্টমেন্ট বেশি করতে পারি, সোশ্যাল প্রটেকশনে যদি পাবলিক ইনভেস্টমেন্ট বেশি করতে পারি- এটি হবে এমপ্লয়মেন্ট জেনারেট করার সবচেয়ে বড় জায়গা। আগামী দিনে কৌশলে কিন্তু আমাদের সেটিই চিন্তা করতে হবে।

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের রাস্তায় নারী-শিশুর ওপর সিংহের আক্রমণ, কিন্তু কিভাবে?

বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নাও থাকতে পারে: পরিকল্পনা উপদেষ্টা

আপডেট সময় ০৬:৩৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
চলতি অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নাও থাকতে পারে বলে জানিয়েছে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তবে অপ্রদর্শিত অর্থ হিসেবে বাজেটে কিছু সুযোগ থাকতে পারে বরে জানান তিনি।

শনিবার (২১ জুন) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘এলডিসি থেকে উত্তরণের প্রেক্ষাপটে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা। অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‌্যাপিড)।

ওয়াহিদউদ্দিন বলেন, “কেউ হয়ত ৫ কোটি টাকার অ্যাপার্টমেন্ট কিনেছে। রেজিস্ট্রি দলিল অনুযায়ী এক কোটি টাকা দাম হবে। ওই এক কোটি কালো টাকা সাদা হওয়ার কথা। ওই এক কোটি টাকাও যদি সে দেখাতে না পারে, তাহলে এটা থাকার তো কোনো দরকার নাই; তুলে দেওয়া হোক।”

তিনি বলেন, সরকার চেষ্টা করছে এটা তুলে দিতে। নইলে অপ্রদর্শিত আয়ের করের সঙ্গে আরও জরিমানার বিধান করে তা রাখা যেতে পারে।

গত ৫ আগস্টের পর দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে মৃদু বিএনপি বা নিষ্ক্রিয়ভাবে বিএনপি করেন, এমন শিক্ষকদের প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তো একটা ট্যাগ (রাজনৈতিক পরিচয়) থাকেই; হয় সাদা দল, না হয় নীল বা অন্য কিছু। তবে আমি উপাচার্য নিয়োগের জন্য যাদের কাছ থেকে তালিকা সংগ্রহ করেছিলাম, তাদের কিছু মানদণ্ডের কথা বলে দিয়েছিলাম। তিনি বলেন, শিক্ষকের সাইটেশন সংখ্যা, সততা, দক্ষতা প্রভৃতি বিষয় দেখার পাশাপাশি রাজনৈতিক পরিচয় নিয়েও মানদণ্ড ঠিক করে দিয়েছিলেন পরিকল্পনা উপদেষ্টা।

ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও বলেন, যখন আমরা বিদায় নেব, তখন আমরা কী কী করে যাচ্ছি আমি একটা লিস্ট করে যেতে চাই। যাতে করে সবাই জানুক। আমাদের প্রচারের জন্য না পরবর্তী সরকারের জন্য যেহেতু উদাহরণ হিসেবে থাকে এবং তার থেকে বিচ্যুতি হলে অন্তত সবার চোখে যেন পড়ে।

অনুষ্ঠানে তৈরি পোশাক শিল্প মালিকরা বলেন, এলডিসি গ্র্যাজুয়েশন একটি প্রস্তুতিহীন পরিকল্পনা। তারা এর জন্য প্রস্তুত নন। এই উত্তরণ মান-সম্মানের ইস্যু নয়, বরং বাস্তবতা।

বিজিএমইয়ের সাবেক সভাপতি রুবানা হক বলেন, এটি একটি প্রস্তুতি পরিকল্পনা, আমরা কোনোমতেই এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য প্রস্তুত নই।

তবে উত্তরণ পেছানোর বিপক্ষে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তিনি বলেন, গ্র্যাজুয়েশন আমাদের হয়ে গেছে ২০২১ সালে। এখন আমরা প্রথম তিন বছরের পর দুই বছর এক ধরনের গ্রেস পিরিয়ডে আছি। এখন নতুন করে যদি তিন বা পাঁচ বছর চাওয়া হয় এটি এক ধরনের আবদার হতে পারে।

গ্র্যাজুয়েশন-পরবর্তী প্রযুক্তির ব্যবহারে শিল্প খাতে কর্মসংস্থান কমার শঙ্কা আছে। এই পরিস্থিতি মোকাবিলায় সরকারকে শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় বাড়ানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা।

র‌্যাপিড চেয়ারম্যান আবদুর রাজ্জাক বলেন, হেলথে যদি পাবলিক ইনভেস্টমেন্ট বেশি হয়, এডুকেশনে যদি পাবলিক ইনভেস্টমেন্ট বেশি করতে পারি, সোশ্যাল প্রটেকশনে যদি পাবলিক ইনভেস্টমেন্ট বেশি করতে পারি- এটি হবে এমপ্লয়মেন্ট জেনারেট করার সবচেয়ে বড় জায়গা। আগামী দিনে কৌশলে কিন্তু আমাদের সেটিই চিন্তা করতে হবে।