সংবাদ শিরোনাম ::
Logo ভারত-পাকিস্তানে একরাতের ব্যবধানে বোমা হামলা: দিল্লিতে নিহত ৯, ইসলামাবাদে নিহত ১২ Logo রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে Logo সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল সাড়ে তিন মাস Logo দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের হজ পালনের অনুমতি দিবে না সৌদি সরকার Logo নদী গিলে নিচ্ছে জমি: ভাঙনের সঙ্গে বাংলাদেশের অন্তহীন লড়াই Logo ময়মনসিংহে বাসে আগুন, দগ্ধ হয়ে চালকের মৃত্যু Logo টাঙ্গুয়ার, হাকালুকি হাওরে সুরক্ষা আদেশ জারি: উচ্চস্বরে গান-বাজনা, পার্টি করা যাবে না Logo জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ১৮টি প্রকল্প অনুমোদন: উপকূল, পাহাড়ে বাড়লো নিরাপদ পানির আশা     Logo কপ ৩০: জলবায়ু সংকট মোকাবিলায় এবারের সম্মেলন খুঁজবে দুটি জরুরি প্রশ্নের উত্তর Logo বয়স চল্লিশের পর সকালের নাস্তা কেমন হবে

প্রতিবারের মতো এবারেও বাণিজ্য মেলায় ছিল একাধিক ‘আসল’ হাজী বিরিয়ানি!

প্রতিবারের মতো এবারেও বাণিজ্য মেলায় ছিল একাধিক 'আসল' হাজী বিরিয়ানি!

বাণিজ্য মেলায় বরাবরের মতোই এবারও নকল “হাজী বিরিয়ানি” নিয়ে এসেছে কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠান।

তারা বিভিন্নভাবে মেলায় আসা দর্শনার্থীদের প্রতারিত করছে। এভাবেই বছরের পর বছর তারা আসল “হাজী বিরিয়ানি” যেটি পুরান ঢাকায় অবস্থিত তাদের নাম ভাঙ্গিয়ে বাণিজ্য মেলায় ব্যবসায় করে আসছে। পুরান ঢাকায় অবস্থিত আসল “হাজী বিরিয়ানি” মালিক কর্তৃপক্ষের কাছে জিজ্ঞেস করা হলে তারা বলেন বাণিজ্য মেলায় আমাদের কোন শাখা নেই। অর্থাৎ স্পষ্ট বোঝাই যাচ্ছে যে বাণিজ্য মেলায় যতগুলো “হাজী বিরিয়ানি”-এর দোকান আছে সেগুলো নকল। বানান হেরফের করে তারা দোকান দিয়েছে। যাতে কেউ “আসল নাকি?” এইরকম প্রশ্ন করলে নিজেদের মত করে একটা যুক্তি দিতে পারে।

বাণিজ্য মেলায় আসা দর্শনার্থীদের কাছে খাবারের মান নিয়ে প্রশ্ন করে হলে বেশিরভাগেরই উত্তর ছিল যে তাদের কাছে খাবারের মান ভালো লাগেনি এবং দামও অনেক বেশি নিচ্ছে এছাড়াও দোকানের কর্মচারীদের আচরণ ভালো নয়। এর ফলে সাধারন মানুষ হতাশা প্রকাশ করেছেন। মেলায় আসা দূর-দূরান্ত থেকে লোকজন সারাদিনের জন্য পরিবার নিয়ে আসেন। ফলে তাদেরকে মেলায় দুপুরের খাবার বেশি দাম দিয়ে কিনে খেতে হয়।

মেলায় আসা দর্শনার্থীরা অনেকেই ফুচকা, ভেলপুরি এবং নানা পদের মুখরোচক খাবার খাচ্ছে তুলনামূলক কম দাম হওয়ায়। তবে এগুলো মোটেই স্বাস্থ্যকর নয়। এগুলো থেকে হতে পারে নানা রোগব্যাধি।

মেলার খাবারের মান ভালো না হওয়া এবং দাম অনেক বেশি হওয়ার কারণে অনেকেই মেলার বাইরে থাকা হোটেল থেকে দুপুরের খাবার খেয়ে থাকেন। সেখানকার খাবারের মান তুলনামূলক ভালো এবং দামও হাতের নাগালের মধ্যে। যা মেলায় আসা দর্শনার্থীদের কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারত-পাকিস্তানে একরাতের ব্যবধানে বোমা হামলা: দিল্লিতে নিহত ৯, ইসলামাবাদে নিহত ১২

প্রতিবারের মতো এবারেও বাণিজ্য মেলায় ছিল একাধিক ‘আসল’ হাজী বিরিয়ানি!

আপডেট সময় ০৫:৩০:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

বাণিজ্য মেলায় বরাবরের মতোই এবারও নকল “হাজী বিরিয়ানি” নিয়ে এসেছে কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠান।

তারা বিভিন্নভাবে মেলায় আসা দর্শনার্থীদের প্রতারিত করছে। এভাবেই বছরের পর বছর তারা আসল “হাজী বিরিয়ানি” যেটি পুরান ঢাকায় অবস্থিত তাদের নাম ভাঙ্গিয়ে বাণিজ্য মেলায় ব্যবসায় করে আসছে। পুরান ঢাকায় অবস্থিত আসল “হাজী বিরিয়ানি” মালিক কর্তৃপক্ষের কাছে জিজ্ঞেস করা হলে তারা বলেন বাণিজ্য মেলায় আমাদের কোন শাখা নেই। অর্থাৎ স্পষ্ট বোঝাই যাচ্ছে যে বাণিজ্য মেলায় যতগুলো “হাজী বিরিয়ানি”-এর দোকান আছে সেগুলো নকল। বানান হেরফের করে তারা দোকান দিয়েছে। যাতে কেউ “আসল নাকি?” এইরকম প্রশ্ন করলে নিজেদের মত করে একটা যুক্তি দিতে পারে।

বাণিজ্য মেলায় আসা দর্শনার্থীদের কাছে খাবারের মান নিয়ে প্রশ্ন করে হলে বেশিরভাগেরই উত্তর ছিল যে তাদের কাছে খাবারের মান ভালো লাগেনি এবং দামও অনেক বেশি নিচ্ছে এছাড়াও দোকানের কর্মচারীদের আচরণ ভালো নয়। এর ফলে সাধারন মানুষ হতাশা প্রকাশ করেছেন। মেলায় আসা দূর-দূরান্ত থেকে লোকজন সারাদিনের জন্য পরিবার নিয়ে আসেন। ফলে তাদেরকে মেলায় দুপুরের খাবার বেশি দাম দিয়ে কিনে খেতে হয়।

মেলায় আসা দর্শনার্থীরা অনেকেই ফুচকা, ভেলপুরি এবং নানা পদের মুখরোচক খাবার খাচ্ছে তুলনামূলক কম দাম হওয়ায়। তবে এগুলো মোটেই স্বাস্থ্যকর নয়। এগুলো থেকে হতে পারে নানা রোগব্যাধি।

মেলার খাবারের মান ভালো না হওয়া এবং দাম অনেক বেশি হওয়ার কারণে অনেকেই মেলার বাইরে থাকা হোটেল থেকে দুপুরের খাবার খেয়ে থাকেন। সেখানকার খাবারের মান তুলনামূলক ভালো এবং দামও হাতের নাগালের মধ্যে। যা মেলায় আসা দর্শনার্থীদের কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে।