বালোচিস্তানে সশস্ত্র গোষ্ঠীর হামলায় পাকিস্তান সরকারের একজন এডিশনাল ডেপুটি কমিশনার (এডিসি) নিহত হয়েছেন। জানা গেছে, সুরাব এলাকায় নিজ বাসভবনে হিদায়াতুল্লাহ্ বুলেদি নামের ওই কর্মকর্তাকে নিহত হন। এছাড়া সশস্ত্র ব্যক্তিরা কয়েকটি সরকারি কার্যালয়, একটি থানাও জ্বালিয়ে দিয়েছে। সেসময় একটি ব্যাংকেও হামলা চালানো হয়। স্বাধীনতাপন্থী বালোচিস্তান লিবারেশন আর্মি-র (বিএলএ) এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে পাকিস্তান সরকার।
বালোচিস্তানে পাকিস্তান সরকারের মুখপাত্র শহিদ রিন্দ একটি বিবৃতিতে জানান, বিএলএ সরকারি অফিসে ভাঙচুর চালিয়েছে। একটি বাণিজ্যিক ব্যাংক লুট করেছে ৷ এর সঙ্গে একাধিক সরকারি কর্মকর্তাদের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।
তিনি আরও জানান, নিজের বাড়িঘর বাঁচাতে গিয়ে মৃত্যু হয়েছে রাজস্ব দপ্তরের অতিরিক্ত ডেপুটি কমিশনার (এডিসি) হিদায়াত বুলেদির। এই হামলার সময় তিনি তাঁর পরিবারের সদস্যদের বাঁচানোর চেষ্টা করছিলেন ৷ সম্পত্তি রক্ষার চেষ্টাও করেন ৷ কিন্তু এর মধ্যেই তাঁর মৃত্যু হয় ৷
পাকিস্তান সরকারের মুখপাত্র এই ঘটনার কড়া সমালোচনা করেছেন ৷ তাঁর কথায় বালোচ বিদ্রোহীদের এই আক্রমণ ‘এলাকার শান্তি নষ্টের কাপুরুষোচিত প্রচেষ্টা’ মাত্র ৷ বিএলএ-র হামলার খবর পেয়ে ফ্রন্টিয়ার কোর, পুলিশ এবং সেনা-সহ নিরাপত্তাবাহিনী দ্রুত সুরাব শহরে ছুটে যায় ৷ তারা সঙ্গে সঙ্গে তল্লাশি অভিযান শুরু করে।
প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ৷ একটি বিবৃতি জারি করে তিনি মৃত বুলেদির প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, “সন্ত্রাসবাদীদের সঙ্গে যুদ্ধে অদম্য সাহস দেখিয়েছেন তিনি।” বিবৃতিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ চলবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতার দাবিতে উত্তপ্ত বালোচিস্তান। মাঝেমাঝেই এখানে বালোচ লিবারেশন আর্মির বিদ্রোহীদের সঙ্গে পাক সেনার সংঘর্ষের খবর পাওয়া যায় । বালোচিস্তানের স্বাধীনতাপন্থী বালোচ গোষ্ঠীদের অভিযোগ, তাদের উপর অত্যাচার চালাচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর সমর্থিত সরকার। বাড়ি থেকে বিদ্রোহীদের তুলে নিয়ে গিয়ে গুম করে দেওয়ার ঘটনা অহরহ ঘটছে সেখানে।