সংবাদ শিরোনাম ::
Logo কপ ৩০: তৃতীয় দিন শেষ হয়েছে ঘোষণা, বিতর্ক, গুরুত্বপূর্ণ ঘটনায় Logo কপ ৩০: জলবায়ু সংকট নিয়ে সম্মেলন করে ৩০ বছর পার, এখন সমাধানের সময়   Logo জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট: প্রধান উপদেষ্টা Logo শেখ হাসিনাসহ তিন আসামির মামলার রায় ১৭ নভেম্বর Logo জলবায়ু সংকটই এখন স্বাস্থ্য সংকট: ডব্লিউএইচও প্রধান    Logo আজ দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা Logo সাভারে ডিগ্রেডেড এয়ারশেড বাস্তবায়নে অভিযান: চিমনি ভেঙে অবৈধ ইটভাটা বন্ধ, ১৮ লাখ টাকা জরিমানা Logo প্রকৃতি ও জীবনের এবারের পর্ব- ‘রক্ষিত অঞ্চল ব্যবস্থাপনা’    Logo জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি নায়ক গোবিন্দ Logo বোটানিক্যাল গার্ডেনে প্রবেশে চালু হলো ই-টিকেটিং

বিমানবন্দরে অগ্নিকাণ্ড: তিনদিনের অতিরিক্ত ফ্লাইটের সব খরচ মওকুফ

বিমানবন্দরে অগ্নিকাণ্ড: তিনদিনের অতিরিক্ত ফ্লাইটের সব খরচ মওকুফ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় আগামী তিনদিনের নন শিডিউলড ফ্লাইটের সব খরচ মওকুফ করার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

রোববার (১৯ অক্টোবর) বিমানবন্দরের আট নম্বর কার্গো গেটের সামনে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, প্রায় ২১টার মত ফ্লাইট ডাইভার্ট ও ক্যান্সেল করতে হয়েছিল। যাত্রী সাধারণের কষ্ট লাঘব করার জন্য আমরা একটা অর্ডার ইস্যু করেছি। যার মাধ্যমে আগামী তিনদিন যত নন শিডিউলড ফ্লাইট আসবে, তার সমস্ত খরচ আমরা মওকুফ করে দেব।

তিনি বলেন, তাছাড়া, যাত্রীদের খাওয়া দাওয়া, সেবার যাবতীয় দায়িত্ব আমরা গ্রহণ করেছি। তবে আমাদের প্রচেষ্টার পরেও কিছু ব্যত্যয় থেকে যেতে পারে, কারণ একত্রিতভাবে আমাদের অনেকগুলো ইস্যু হ্যান্ডেল করতে হচ্ছে। যাত্রী সাধারণরা যে কষ্ট পেয়েছেন, তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।

শেখ বশিরউদ্দীন বলেন, ধ্বংসের অর্থনৈতিক ও ওজনের পরিমাণ নির্দিষ্ট করার আমরা চেষ্টা করছি। এছাড়া খাতভিত্তিক পরিমাণ নির্ণয়েরও চেষ্টা আমরা করছি।

পরবর্তী করণীর নির্ধারণে রোববার বেলা সাড়ে ৩টায় একটি আন্তঃমন্ত্রণালয় সভা ডাকা হয়েছে বলেও জানিয়েছেন উপদেষ্টা।

এর আগে শনিবার দুপুর সোয়া ২টায় বিমানবন্দরের কার্গো ভিলেজের আমদানি কমপ্লেক্সের কুরিয়ারের গুদামে আগুন লাগে। ধীরে ধীরে সেই আগুন পুরো কমপ্লেক্সেই ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে দেশের প্রধান এই বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয়। আভ্যন্তরীণ এবং বিদেশ থেকে যেসব ফ্লাইট ঢাকায় নামার কথা, সেগুলোকে চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে যেতে বলা হয়। আগুন নিয়ন্ত্রণে এনে ফ্লাইট চলাচল শুরু করতে রাত ৯টা বেজে যায়।

জনপ্রিয় সংবাদ

কপ ৩০: তৃতীয় দিন শেষ হয়েছে ঘোষণা, বিতর্ক, গুরুত্বপূর্ণ ঘটনায়

বিমানবন্দরে অগ্নিকাণ্ড: তিনদিনের অতিরিক্ত ফ্লাইটের সব খরচ মওকুফ

আপডেট সময় ০৪:০০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় আগামী তিনদিনের নন শিডিউলড ফ্লাইটের সব খরচ মওকুফ করার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

রোববার (১৯ অক্টোবর) বিমানবন্দরের আট নম্বর কার্গো গেটের সামনে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, প্রায় ২১টার মত ফ্লাইট ডাইভার্ট ও ক্যান্সেল করতে হয়েছিল। যাত্রী সাধারণের কষ্ট লাঘব করার জন্য আমরা একটা অর্ডার ইস্যু করেছি। যার মাধ্যমে আগামী তিনদিন যত নন শিডিউলড ফ্লাইট আসবে, তার সমস্ত খরচ আমরা মওকুফ করে দেব।

তিনি বলেন, তাছাড়া, যাত্রীদের খাওয়া দাওয়া, সেবার যাবতীয় দায়িত্ব আমরা গ্রহণ করেছি। তবে আমাদের প্রচেষ্টার পরেও কিছু ব্যত্যয় থেকে যেতে পারে, কারণ একত্রিতভাবে আমাদের অনেকগুলো ইস্যু হ্যান্ডেল করতে হচ্ছে। যাত্রী সাধারণরা যে কষ্ট পেয়েছেন, তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।

শেখ বশিরউদ্দীন বলেন, ধ্বংসের অর্থনৈতিক ও ওজনের পরিমাণ নির্দিষ্ট করার আমরা চেষ্টা করছি। এছাড়া খাতভিত্তিক পরিমাণ নির্ণয়েরও চেষ্টা আমরা করছি।

পরবর্তী করণীর নির্ধারণে রোববার বেলা সাড়ে ৩টায় একটি আন্তঃমন্ত্রণালয় সভা ডাকা হয়েছে বলেও জানিয়েছেন উপদেষ্টা।

এর আগে শনিবার দুপুর সোয়া ২টায় বিমানবন্দরের কার্গো ভিলেজের আমদানি কমপ্লেক্সের কুরিয়ারের গুদামে আগুন লাগে। ধীরে ধীরে সেই আগুন পুরো কমপ্লেক্সেই ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে দেশের প্রধান এই বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয়। আভ্যন্তরীণ এবং বিদেশ থেকে যেসব ফ্লাইট ঢাকায় নামার কথা, সেগুলোকে চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে যেতে বলা হয়। আগুন নিয়ন্ত্রণে এনে ফ্লাইট চলাচল শুরু করতে রাত ৯টা বেজে যায়।