সংবাদ শিরোনাম ::
Logo কপ ৩০: তৃতীয় দিন শেষ হয়েছে ঘোষণা, বিতর্ক, গুরুত্বপূর্ণ ঘটনায় Logo কপ ৩০: জলবায়ু সংকট নিয়ে সম্মেলন করে ৩০ বছর পার, এখন সমাধানের সময়   Logo জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট: প্রধান উপদেষ্টা Logo শেখ হাসিনাসহ তিন আসামির মামলার রায় ১৭ নভেম্বর Logo জলবায়ু সংকটই এখন স্বাস্থ্য সংকট: ডব্লিউএইচও প্রধান    Logo আজ দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা Logo সাভারে ডিগ্রেডেড এয়ারশেড বাস্তবায়নে অভিযান: চিমনি ভেঙে অবৈধ ইটভাটা বন্ধ, ১৮ লাখ টাকা জরিমানা Logo প্রকৃতি ও জীবনের এবারের পর্ব- ‘রক্ষিত অঞ্চল ব্যবস্থাপনা’    Logo জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি নায়ক গোবিন্দ Logo বোটানিক্যাল গার্ডেনে প্রবেশে চালু হলো ই-টিকেটিং

বিমানে বোমা সদৃশ বা সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি

বিমানে বোমা সদৃশ বা সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি

ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি ঘিরে পুরো উড়োজাহাজে তল্লাশি চালানো হয়েছে। তবে, এতে বোমা ও বোমা সদৃশ কিছু পাওয়া যায়নি।

এর আগে ইতালির রোম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কে বা কারা বোমা হামলার হুমকি দেয়।

বুধবার (২২ জানুয়ারি) সকালে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগেই এ হুমকি পাওয়া যায়। এরপরই সকাল ৯টা ২০ মিনিটে ওই ফ্লাইটি নিরাপদে অবতরণ করে।

পরে সকাল সাড়ে ১০টায় বোমা ডিসপোজাল ইউনিট প্লেনটির ভেতর প্রবেশ করে। উড়োজাহাজের ভেতরে সিট, করিডোর, টয়লেট, ক্যাফেতে তল্লাশি চালায় তারা। তবে বোমা ও বোমা সদৃশ কিছু পাওয়া যায়নি।

অবতরণের পরপরই ফ্লাইটের ২৫০ জন যাত্রী ও ১৩ ক্রুকে টার্মিনালে নেয়া হয়। উড়োজাহাজটি ঘিরে রাখে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। যাত্রীরা সবাই নিরাপদে আছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

যাত্রীদের টার্মিনাল ভবনে রাখা হয়েছে। উড়োজাহাজটি পুরোপুরি নিরাপদ ঘোষণার আগ পর্যন্ত যাত্রীরা টার্মিনাল ভবনেই থাকবেন, কিছুক্ষণের মধ্যে যাত্রীদের ব্যাগেজ ফেরত দেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

কপ ৩০: তৃতীয় দিন শেষ হয়েছে ঘোষণা, বিতর্ক, গুরুত্বপূর্ণ ঘটনায়

বিমানে বোমা সদৃশ বা সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি

আপডেট সময় ০৩:৩৪:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি ঘিরে পুরো উড়োজাহাজে তল্লাশি চালানো হয়েছে। তবে, এতে বোমা ও বোমা সদৃশ কিছু পাওয়া যায়নি।

এর আগে ইতালির রোম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কে বা কারা বোমা হামলার হুমকি দেয়।

বুধবার (২২ জানুয়ারি) সকালে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগেই এ হুমকি পাওয়া যায়। এরপরই সকাল ৯টা ২০ মিনিটে ওই ফ্লাইটি নিরাপদে অবতরণ করে।

পরে সকাল সাড়ে ১০টায় বোমা ডিসপোজাল ইউনিট প্লেনটির ভেতর প্রবেশ করে। উড়োজাহাজের ভেতরে সিট, করিডোর, টয়লেট, ক্যাফেতে তল্লাশি চালায় তারা। তবে বোমা ও বোমা সদৃশ কিছু পাওয়া যায়নি।

অবতরণের পরপরই ফ্লাইটের ২৫০ জন যাত্রী ও ১৩ ক্রুকে টার্মিনালে নেয়া হয়। উড়োজাহাজটি ঘিরে রাখে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। যাত্রীরা সবাই নিরাপদে আছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

যাত্রীদের টার্মিনাল ভবনে রাখা হয়েছে। উড়োজাহাজটি পুরোপুরি নিরাপদ ঘোষণার আগ পর্যন্ত যাত্রীরা টার্মিনাল ভবনেই থাকবেন, কিছুক্ষণের মধ্যে যাত্রীদের ব্যাগেজ ফেরত দেওয়া হবে।