হলিউড তারকা সেলেনা গোমেজ প্লাস্টিক সার্জারি করে তার চেহারা বদলে ফেলেছেন , সম্প্রতি সময় এমন গুঞ্জন উঠেছে পুরো হলিউড পাড়া জুড়ে। এ নিয়ে সেলেনাকে অনেকের কটু কথাও শুনতে হচ্ছে । তবে সেলেনা বলছেন ভিন্ন কথা।
লুপাস নামক এক বিরল রোগে আক্রান্ত এই গায়িকা। তিনি জানিয়েছেন ওই রোগের কারনেই পাল্টে গেছে তার চেহারা!
২০২৩ সালে একটি ভিডিও তৈরি করেছিলেন কন্টেন্ট ক্রিয়েটর মারিসা। ওই ভিডিওর মাধ্যমেই প্রথম সবার নজরে আসে সেলেনার চেহারা পাল্টে যাওয়ার বিষয়টি। যা দেখে অনেকেই বলা শুরু করেন সেলেনা তার চেহারার সার্জারি করিয়েছেন ।
তবে বিষয়টি নিয়ে তখন মারিসা জানিয়েছিলেন, লুপাস রোগের কারণে সেলেনার শারীরিক পরিবর্তন হয়ে থাকতে পারে। এদিকে নেটিজেনদের এমন কথাতে বেশ রাগান্বিত সেলেনা। সম্প্রতি ভিডিওটি শেয়ার করে ক্ষুব্ধ গায়িকা লিখেছেন, ‘সত্যি বলতে, আমি এসব ঘৃণা করি। ফ্লেয়ারআপের কারণে স্ট্রাইপ করেছিলাম। বোটক্সও করেছি। এতোটুকুই। এবার আমাকে আপনারা একা থাকতে দিন।’
নিজস্ব সংবাদ : 























