চ্যাম্পিয়নস ট্রফির হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে বিধ্বস্ত করে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে ভারত। রোববার (২৩ ফেব্রুয়ারি) আগে ব্যাট করতে নেমে ভারতকে ২৪২ রানের সহজ লক্ষ্য দিয়েছিল পাকিস্তান। পাকিস্তানের দেওয়া রানের জবাবে ব্যাট করতে নেমে সেঞ্চুরি তুলে নিয়েছেন বিরাট কোহলি। এ ছাড়াও আরও একটি মাইলফলক ছুঁয়েছেন এই কিংবদন্তি ব্যাটার। ৪৫ বল এবং ছয় উইকেট হাতে থাকতেই জয় তুলে নিয়েছে ভারত।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করেছিল রোহিত শর্মা ও শুভমান গিল। তবে ইনিংস বড় করতে পারেননি রোহিত। ১৫ বলে ২০ রান করে বোল্ড আউট হন এই তারকা ব্যাটার। তবে গিলকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন বিরাট কোহলি।
৫২ বলে ৪৬ রান করে গিল আউট হলেও ৬২ বলে ফিফটি তুলে নেন কোহলি। তাকে যোগ্য সঙ্গে দেন শ্রেয়াস আইয়ার। ৬৩ বলে ফিফটির দেখার পান এই তরুণ ব্যাটার। তবে ৫৬ রান করতে সাজঘরে ফিরতে হয়েছে তাকে। ৬ বলে ৮ রান তাকে সঙ্গ দেন হার্দিক পান্ডিয়া।
শেষমেশ অক্ষর প্যাটেল বিরাট কোহলিকে সঙ্গ দিয়ে ম্যাচ শেষ করেন।
সংক্ষিপ্ত স্কোরকার্ডঃ
পাকিস্তানঃ ২৪১/১০, সউদ শাকিল – ৬২, রিয্বওয়ান – ৪৬,
ভারতঃ ২৪৪/৪, বিরাট কোহলি ১০০, শ্রেয়াস আইয়ার ৫৬, গিল ৪৬
* ভারত ৬ উইকেটে জয়ী।