বিরাট কোহলি এবং রোহিত শর্মা ভারতীয় ক্রিকেটর জন্য অনেক বিশেষ অবদান রেখেছেন। টি-২০ বিশ্বকাপ ২০২৪ শিরোপা জেতার পর এবার চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ শিরোপা জিতল ভারত। এই দুই শিরোপা জেতার পিছনে বিরাট-রোহিতের অবদান অনস্বীকার্য। মূলত পরপর এই দুই শিরোপা জয়ের মাধ্যমে বিরাট-রোহিতের ক্রিকেট ক্যারিয়ারে ষোলোকলা পূর্ণ হলো। বিগত প্রায় ১ যুগ ধরে ভারতবাসী বিরাট-রোহিতের কাছ যেমনটা প্রত্যাশা করেছিলেন তারা ঠিক তাই দিতে পেড়েছেন। আজ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রোহিতের করা ৭৬ রানের এক দুর্দান্ত ইনিংস ভারতকে জয় এনে দিয়েছে। ঠিক তেমনি বিরাট কোহলির করা ৭৬ রানের দুর্দান্ত ইনিংস টি-২০ বিশ্বকাপে ভারতকে জয় এনে দিয়েছিল। তাদের দুইজনই দুই ফাইনালে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন।
অতীতে তারা অনেক আইসিসি আসরের সেমি ফাইনাল এবং ফাইনালে হারের সম্মুখীন হয়েছিলেন। যা ছিল খুবই বেদনাদায়ক। এতো ভালো দল নিয়ে খেলার পরও ভারত শিরোপার কাছে এসে ম্যাচ হেরে যাচ্ছিল। যা ভারতীয় সমর্থকদের মনকে ভেঙে চুরমার করে দিতো।
তবে সম্প্রীতি টি-২০ বিশ্বকাপ ২০২৪ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ শিরোপা ভারত যেভাবে অপরাজিত হয়ে জিতেছে তা সমগ্র ভারতবাসীর মন জয় করে নিয়েছে। বিরাট কোহলি এবং রোহিত শর্মা তরুন ক্রিকেটারদের জন্য অনুপ্রেরনা হয়ে থাকবেন।