”প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনি সময়”এ স্লোগানকে সামনে রেখে সারাদেশে উদযাপিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস।
বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে ’বিল্ডিং এ সাসটেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ঢাকা, সাভার, গাজীপুর ও ভৈরবে বিশেষ কর্মসূচীর আয়োজন করে।
ঢাকা
বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপনের অংশ হিসেবে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন রাজধানী ঢাকায় বনাট্য র্যালির আয়োজন করে। র্যালিটি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মুকিত মজুমদার বাবুর নেতৃত্বে চ্যানেল আইয়ের সামনে থেকে যাত্রা শুরু করে। এতে ’বিল্ডিং এ সাসটেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ’প্রকল্পের বিভিন্ন অংশীদারগণ অংশগ্রহণ করেন।
র্যালিতে বিলসে্র ডিরেক্টর নাজমা ইয়াসমিন, সলিডার সুইসের হেড অফ প্রোগ্রাম কামরুল আহসান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রোগ্রাম কোঅরডিনেটর ফেরদৌস কবীর, ওশি ফাউন্ডেশনের ডিরেক্টর মোঃ আলম হোসেন, সবুজের অভিযান ফাউন্ডেশনের প্রোগ্রাম কোঅরডিনেটর মোঃ কবীর হোসেন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রোগ্রাম কোঅরডিনেটর খায়রুল আনাম, এবং হেড অফ ইভেন্ট খন্দকার আহমেদ শাহেদসহ প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন অংশীদারগণ উপস্থিত ছিলেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু বলেন, বাংলাদেশে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দূষণ। দূষণে দূষণে আমরা একেবারেই জর্জরিত। আর এই দূষণ কিন্তু আমরা যারা বাংলাদেশে থাকি তারাই করছি। এই দূষণের মধ্যে প্লাস্টিক দূষণ তো আছেই, পাশাপাশি রয়েছে মাটি দূষণ, পানি দূষণ, বায়ু দূষণ, ও শব্দ দূষণ।
তিনি আরো বলেন, দূষণে দূষণে আমরা বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে গেছি যে এখন দুর্বিষহ হয়ে গেছে আমাদের জীবনযাত্রা। এই দূষণ থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই, আমাদের সচেতন হতে হবে। সচেতন হওয়ার পাশাপাশি নানান কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আমরা যদি সচেতন না হই তাহলে এই কাজগুলো সহজে সমাধান করা সম্ভব না।
প্লাস্টিক বন্ধে আইনের প্রয়োগের প্রতি গুরুত্বারোপ করে প্রকৃতিবন্ধু বলেন, শুধু সচেতন করলেই হবে না, আইনের প্রয়োগও লাগবে। আইনের প্রয়োগ যদি না হয় শুধু সচেতনতা দিয়ে কাজ হবে না। সচেতনতা, আইনের প্রয়োগ এবং আমাদের দায়িত্বশীলতার মাধ্যমে প্লাস্টিক বন্ধ করা সম্ভব।
ভৈরব
বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপনের অংশ হিসেবে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ভৈরবে একটি র্যালির আয়োজন করে।
এতে বিভিন্ন পাদুকা কারখানার শ্রমিক, মালিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ পাদুকা মালিক কারখানা সমবায় সমিতির সভাপতি আল আমিন মিয়া এবং প্রকল্প অংশীদার সবুজের অভিযান ফাউন্ডেশন অংশগ্রহণ করে। র্যালিটি আবদুর রহমান কালা মিয়া সড়ক থেকে যাত্রা শুরু করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
গাজীপুর
বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপনের অংশ হিসেবে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন গাজীপুরে একটি র্যালির আয়োজন করে।
এতে বিভিন্ন চামড়াজাত পণ্য উৎপাদন কারখানার শ্রমিক, মালিক, সুশীল সমাজের প্রতিনিধি অংশগ্রহণ করে। র্যালিটি গাজীপুর পৌরসভা থেকে যাত্রা শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার পৌরসভাতে শেষ হয়।
সাভার
বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপনের অংশ হিসেবে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস্ যৌথভাবে সাভারে মানববন্ধন ও র্যালির আয়োজন করে।
র্যালিটি সাভারের ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের অফিস থেকে যাত্রা শুরু করে সিইটিপি প্রদক্ষিণ করে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের অফিসে এসে শেষ হয়।
মানববন্ধন ও র্যালি সঞ্চালন করেন বিলসে্রদপ প্রকল্প সমন্বয়ক চৌধুরী বোরহান উদ্দিন সমির এবং বক্তব্য রাখেন ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ এবং সাধারন সম্পাদক আবদুল মালেক। বক্তারা পরিবেশ দিবসের গুরুত্ব এবং ট্যানারি শিল্পের সার্বিক উন্নয়নের জন্য পরিবেশ দূষণ কমানোর উপর আলোচনা করেন।