আসছে আন্তর্জাতিক বাঘ দিবস। বিশ্বের বাঘ রক্ষার প্রতিশ্রুতিতে সামিল হয়ে বাংলাদেশেও হবে নানা আয়োজন। কারণ বিশ্বের অন্যতম সুন্দর ও রাজসিক বেঙ্গল টাইগারের বাস সুন্দরবনে, যার ৬৬ শতাংশ বাংলাদেশে বাকী অংশ ভারতে। আবাসভূমি সংকট, চোরা শিকার, খাদ্যের অভাব, নিয়মিত দুর্যোগসহ নানা সংকটে আছে বাংলার বাঘ। তাই আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষ্যে বিপন্ন বাঘ সংরক্ষণে সচেতনতা তৈরিতে আসছে- প্যানটোনিক্স টাইগার রান ঢাকা ২০২৫। আগামী ২৬ জুলাই, ২০২৫ তারিখে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্যানটোনিক্স টাইগার রান ঢাকা ২০২৫’!
বাংলাদেশের গর্ব, অদম্য সাহস আর ক্ষিপ্রতার প্রতীক – বেঙ্গল টাইগার। বাংলার প্রকৃতির এই অমূল্য সম্পদ রক্ষায় সচেতনতার বার্তা দিতে হতে যাচ্ছে ‘বাঘ দৌড়’। এই দৌড়ে পেশাদার- অপেশাদার দৌড়বিদেরা ছাড়াও শারীরিকভাবে সক্ষম, বাঘ এবং সুন্দরবন সংরক্ষণে আগ্রহীরা অংশ নিতে পারবেন।
৭.৫ কিলোমিটার মিনি ম্যারাথন এবং শিশুদের ওয়াকাথন বিভাগে হবে এই দৌড় প্রতিযোগিতা। যারা বাঘ দৌড় ২০২৫ সম্পন্ন করবেন তাদের সকলকে একটি সার্টিফিকেট এবং পদক প্রদান করা হবে এবং বিজয়ী, প্রথম রানার-আপ এবং দ্বিতীয় রানার-আপকে একটি সার্টিফিকেট এবং পুরষ্কারের অর্থ প্রদান করা হবে।
ইভেন্টের বিস্তারিত ও রেজিস্ট্রেশনের এর জন্য ভিজিট করুন : http://tigertrail.run
ইভেন্টের নাম: প্যানটোনিক্স টাইগার রান ঢাকা ২০২৫
তারিখ: ২৬ জুলাই, ২০২৫
সময়: সকাল ৫:৩০ মিনিট
স্থান: হাতিরঝিল, ঢাকা
এই আয়োজনের টাইটেল স্পন্সর প্যানটোনিক্স (ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড)। আয়োজন বাস্তবায়ন করছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, সার্বিক সহযোগিতায় থাকছে সেইফ এবং বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাব।
মিডিয়া পার্টনার হিসেবে থাকবে লাল-সবুজের চ্যানেল আই এবং রেডিও পার্টনার হিসেবে থাকছে- রেডিও ভূমি ৯২.৮ এফএম।
রাজধানীর বুকে এই আয়োজনে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আয়োজকরা বলছেন, “আসুন, দৌড়াই বাঘের জন্য, দৌড়াই সুন্দরবনের জন্য!”