বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আজ বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিট থেকে এই নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করা হয়।
বিআইডাব্লিউটিএ দৌলতদিয়া লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার মোহাম্মদ শিমুল বলেন, বৈরী আবহাওয়ার কারণে লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠে। ফলে নৌ-দুর্ঘটনা এড়াতে সকাল ৯টা ২০ মিনিট থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি উন্নতি হলে পুনরায় লঞ্চ চলাচল স্বাভাবিক হবে।
বরিশাল
উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘু চাপের সৃষ্টি হওয়ায় বরিশালে রাত থেকে বৃষ্টি হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে বরিশাল নৌ বন্দরকে দুই নম্বর সতর্ক সংকেত দেখিয়ে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানিয়েছে বরিশাল নৌবন্দরের কর্মকর্তারা।
পটুয়াখালী
পটুয়াখালীতে গত তিন দিন ধরে থেমে থেমে বৃষ্টি হলেও গতকাল সন্ধ্যা থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টিপাত। গতকাল সকাল ৯টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে বিভিন্ন নিচু স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এদিকে উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। বেড়েছে নদ-নদীর পানির উচ্চতা। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
চাঁদপুর
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে চাঁদপুর-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ-মতলব রুটের যাত্রীবাহী ছোট নৌযান চলাচল বন্ধ রয়েছে। আজ সকাল থেকে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে ছোট নৌযান চলাচল বন্ধ করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুরের বিআইডব্লিউটিএ (যান) উপ পরিচালক বশির আলী খান।
এদিকে ছোট নৌযান বন্ধ থাকলেও স্বাভাবিক রয়েছে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ চলাচল। যদিও যাত্রী উপস্থিতি কম। বিলম্বে ছাড়ছে বড় লঞ্চ।
এদিকে লঘুচাপের কারণে চাঁদপুরে নদ-নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। উপকূলীয় জেলা চাঁদপুরের অদূরবর্তী দ্বীপ ও চর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেতের আওতায় আনা হয়েছে। আজ সকাল ৫ টা থেকে সকাল ৯ টা পর্যন্ত চাঁদপুর জেলায় ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস।
নিঝুম দ্বীপ প্লাবিত, হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ-যোগাযোগ বন্ধ
নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা নোয়াখালীতে একটানা বৃষ্টিপাত হচ্ছে। সেই সঙ্গে বইছে ঝড়ো বাতাস। হাতিয়া উপজেলা সংলগ্ন বঙ্গোপসাগর প্রচণ্ডভাবে উত্তাল হয়ে উঠেছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বুধবার বেলা সাড়ে ১১টার পর থেকে হাতিয়ার সঙ্গে সারাদেশে সব ধরনের নৌ-যোগাযোগ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে ৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানিয়েছেন।
তিনি বলেন, “উত্তর পশ্চিম বঙ্গোপসাগার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি উত্তর দিকে অগ্রসর হয়ে আরও ঘণীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগার, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এরাকায় সাগর উত্তার রয়েছে।”
এ পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগারে অবস্থানরত সব মাছধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে বলা হয়েছে। এছাড়া সাগরে তিন নম্বর স্থানীয় সংকেত জারি করা হয়েছে বলে জানান হুমায়ুন কবির।
এদিকে বুধবার সকাল থেকেই নিঝুমদ্বীপের চারপাশের নদ-নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫ থেকে ৬ ফুট পর্যন্ত পানি বৃদ্ধি পেয়েছে। এতে নিঝুমদ্বীপের ৯টি ওয়ার্ডের বাসিন্দারা পানিবন্দি হয়ে পড়েছে। অনেকের ঘরে পানি ঢুকে পড়েছে। বিপাকে পড়েছে এলাকার সাধারণ মানুষ।