তারকা দম্পতি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট ২০১৬ সালে ডিভোর্স ফাইল করেন । তাদের আইনি লড়াই চলছেই তারপর থেকে । আইনগত বিচ্ছেদের চূড়ান্ত ধাপে অবশেষে পৌঁছেছেন তারা।
তাদের দুজনের কাছের এক সূত্র জানিয়েছেন, আট বছর আইনি লড়াইয়ের পর অবশেষে তারা চূড়ান্ত ধাপে পৌছাতে পেরেছেন । তবে এখনও তাদের আইনি বিচ্ছেদ সম্পন্ন হয়নি ।
সূত্র জানান, এখনও আটকে আছেন তারা কিছু বিষয়ে । তাদের সন্তানদের হেফাজত নিয়ে সমঝোতা হলেও তাদের লড়াই জটিল থেকে জটিলতর হচ্ছে আঙ্গুর বাগান শ্যাতু মিরাভেল নিয়ে ।
সন্তানদের সঙ্গে সম্পর্কের আরও অবনতি হয়েছে অভিনেতার । বাবার পদবী বাদ দিয়েছেন নাম থেকে সন্তানরা। অভিনেতার সঙ্গে সন্তানদের দেখা হয়না বললেই চলে
অভিনেতার কাছের আরেক সূত্র কিছুদিন আগে গণমাধ্যমকে জানিয়েছেন, কোনো সম্পর্কই নেই ব্র্যাড পিটের সন্তানদের সঙ্গে । কিন্তু ইনেস এসময়ে তার ভরসা হয়ে পাশে আছেন। বয়সে ২৬ বছরের পার্থক্য থাকলেও ইনেসের সঙ্গে পিটের বোঝাপড়া ভালো। সম্পর্কটাকে আরেক ধাপ এগিয়ে নিতে চাইছেন তারা দুজনেই।
অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট একে অপরের প্রেমে পড়েন সিনেমায় কাজ করতে গিয়ে । ২০১৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি এর পর দীর্ঘ ১০ বছর প্রেমের পর । কিন্তু বিয়ের মাত্র দুই বছর পর তাদের বিচ্ছেদ হয় ।
নিজস্ব সংবাদ : 






















