ভারতের দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গানা রাজ্যে একটি ওষুধ কোম্পানির রাসায়নিক কারখানায় বিস্ফোরণে সর্বশেষ তথ্যমতে ৪৪ জন নিহত হয়েছেন। সোমবার সকালে রাজ্যের সাঙ্গারেড্ডি জেলার পাসামাইলারাম শিল্প এলাকায় সিগাচি ইন্ডাস্ট্রিজের ওষুধ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
এ দুর্ঘটনা তেলেঙ্গানার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ শিল্প দুর্ঘটনার একটি। বিস্ফোরণে তিনতলা একটি ভবন ধসে পড়ে। সেখানে এখনো উদ্ধার কাজ চলায় মৃতের সংখ্যা বৃদ্ধির শঙ্কা রয়েছে। নিহতদের বেশিরভাগই বিহার, উত্তরপ্রদেশ ও উড়িষ্যা থেকে আসা শ্রমিক।
প্রাথমিক তদন্তে জানা গেছে, বিস্ফোরণটি ঘটে কারখানার মাইক্রোক্রিস্টালাইন সেলুলোজ শুকানোর ইউনিটে। বিস্ফোরণের সময় কারখানায় মোট ১০৮ জন কর্মী উপস্থিত ছিলেন। এই বিস্ফোরণের আওয়াজ প্রায় পাঁচ কিলোমিটার দূর থেকেও শোনা যায়। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, বিস্ফোরণের তীব্রতায় অনেক শ্রমিক ছিটকে গিয়ে কয়েক মিটার দূরে পড়েন।
বিস্ফোরণে অনেকের দেহ ছিন্নভিন্ন হওয়ায় বা আগুনে পুড়ে যাওয়ায় শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের পরিচয় নিশ্চিত করতে এখন ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।
সিগাচি কোম্পানি মূলত মাইক্রোক্রিস্টালাইন সেলুলোজ (এমসিসি) তৈরি করে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত বিভিন্ন দেশে ফার্মা, খাদ্য, প্রসাধনী এবং বিশেষ রাসায়নিক খাতে ক্লায়েন্টদের সেবা প্রদান করে থাকে প্রতিষ্ঠানটি। এমসিসির সংকোচনযোগ্যতা, বাঁধাই বৈশিষ্ট্য এবং ওষুধের নিঃসরণ বৃদ্ধির ক্ষমতা এটিকে ওষুধ উৎপাদনে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে পরিচিত করেছে। এটি খাদ্য পণ্যে পিণ্ড তৈরি রোধ করতে, প্রসাধনী পণ্যের গঠন বজায় রাখতে এবং কম ক্যালোরিযুক্ত খাবারে চর্বির বিকল্প হিসেবেও ব্যবহৃত হয়।