ভারী বৃষ্টিতে রাঙামাটি-খাগড়াছড়িতে পাহাড় ধস, আরও বৃদ্ধির শঙ্কা

ভারী বৃষ্টিতে রাঙামাটি-খাগড়াছড়িতে পাহাড় ধস, আরও বৃদ্ধির শঙ্কা- ছবি: ফাইল

মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কয়েকদিনের টানা বৃষ্টিতে দেশের পাহাড়ি এলাকাগুলোতে আকস্মিক ধস নামা ও জলাবদ্ধতা তৈরি হাওয়ার আশঙ্কা করা হয়েছে।

 

আবহাওয়ার অধিদপ্তরের ভারী বর্ষণের সতর্কবার্তায় বলা হয়েছে, সোমবার (২ জুন) সন্ধ্যা ৬টার মধ্যে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটার) বর্ষণ হতে পারে।

 

অতি ভারী বর্ষণের কারণে সিলেট, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলাসমূহের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ভারী বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

 

ইতোমধ্যে টানা অতিবৃষ্টিতে রাঙামাটি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি সড়কের ১৫ স্থানে পাহাড় ধস হয়েছে। এতে যান চলাচলে বিঘ্ন ঘটছে। রোববার সারাদিন কখনো কখনো মুষলধার আবার কখনো থেমে থেমে ভারি বৃষ্টিপাত হয়। এর ফলে পাহাড়ি ঢলে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

এছাড়া, আবহাওয়ার সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আপলোডকারীর তথ্য

Shuvo

ভারী বৃষ্টিতে রাঙামাটি-খাগড়াছড়িতে পাহাড় ধস, আরও বৃদ্ধির শঙ্কা

আপডেট সময় ০১:০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কয়েকদিনের টানা বৃষ্টিতে দেশের পাহাড়ি এলাকাগুলোতে আকস্মিক ধস নামা ও জলাবদ্ধতা তৈরি হাওয়ার আশঙ্কা করা হয়েছে।

 

আবহাওয়ার অধিদপ্তরের ভারী বর্ষণের সতর্কবার্তায় বলা হয়েছে, সোমবার (২ জুন) সন্ধ্যা ৬টার মধ্যে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটার) বর্ষণ হতে পারে।

 

অতি ভারী বর্ষণের কারণে সিলেট, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলাসমূহের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ভারী বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

 

ইতোমধ্যে টানা অতিবৃষ্টিতে রাঙামাটি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি সড়কের ১৫ স্থানে পাহাড় ধস হয়েছে। এতে যান চলাচলে বিঘ্ন ঘটছে। রোববার সারাদিন কখনো কখনো মুষলধার আবার কখনো থেমে থেমে ভারি বৃষ্টিপাত হয়। এর ফলে পাহাড়ি ঢলে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

এছাড়া, আবহাওয়ার সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।