আবারও ঐতিহাসিক চরিত্রে দেখা গেল ভিকি কৌশলকে। রাখি বন্ধনের দিনে নতুন মুভি ‘ছাভা’র টিজার প্রকাশ্যে এলো। ছত্রপতি শিবাজি মহারাজের ছেলে সম্ভাজি মহারাজের চরিত্রে ভিকিকে একেবারেই চেনাই যাচ্ছে না ৷ মনে হচ্ছে যেন সম্ভাজি মহারাজই তিনি।
সোমবার টিজার শেয়ার করে সামাজিক মাধ্যমে ভিকি লিখেছেন, ‘স্বরাজ্যের রক্ষাকারী, ধর্মের রক্ষক ছাভা আসছে। ভারতের সূর্য সন্তান সম্ভাজি মহারাজের অসাধারণ ইতিহাস নিয়ে। মুক্তি পেয়েছে টিজার। প্রেক্ষাগৃহে গর্জন তুলবে ২০২৪ সালের ৬ ডিসেম্বর।’
টিজার সামনে আসতেই ভাইরাল হয় ভিকি কৌশলের লুক। টিজারে ভিকির অসাধারণ পারফরম্যান্স দেখে ভক্তরা মুগ্ধ। ছবিটি পরিচালনা করেছেন লক্ষ্মণ উতেকর। প্রযোজনা করেছে ম্যাডডক ফিল্মস।
ছবিতে ভিকির বিপরীতে দেখা যাবে রাশমিকাকে। অভিনেত্রীকে দেখা যাবে সম্ভাজি মহারাজের স্ত্রী ইসুবাই ভোঁসলের চরিত্রে। বড়পর্দায় ভিকির ‘ছাভা’ কেমন ম্যাজিক দেখায় তা জানা যাবে ডিসেম্বরে।
নিজস্ব সংবাদ : 























