আবহাওয়া অধিদপ্তর বলছে: রাজধানীসহ দেশজুড়ে চলা ভ্যাপসা গরম ১৭ জুনের আগে কমছেনা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরম বেশি অনুভূত হচ্ছে। আর ১৭ তারিখের পর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়ে গরম কিছুটা কমতে পারে। কয়েকদিন ধরেই উত্তরাঞ্চলসহ সারাদেশে চলছে মৃদু তাপপ্রবাহ।
আবহাওয়াবিদ ড. ওমর ফারুক বলেন, গত কয়েকদিন উত্তর অঞ্চলসহ সারাদেশে মৃদু তাপপ্রবাহ চলছে। বুধবার থেকে দেশের দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। তবে ১৭ তারিখের পর সারাদেশে বৃষ্টি হতে পারে।
তিনি বলেন, তাপমাত্রা খুব বেশি না হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯০ শতাংশ হওয়াতে গরম বেশি অনুভূত হচ্ছে।
তিনি জানান, সোমবার পর্যন্ত দেশে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে। আর ঢাকাতে ছিলো ৩৪ ডিগ্রি।