অভিনেত্রী নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এ নিয়ে যে কথা বলেছেন তা তার ব্যক্তিগত।
সোমবার (১৯ মে) সচিবালয়ে ঈদুল আযহা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নুসরাতকে ছেড়ে দেয়া হলে আপনারারই সমালোচনা করতেন। তবে গ্রেপ্তারে কারো যেন ভোগান্তি না হয় এসব বিষয়ে সতর্ক আছে সরকার।
এর আগে অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তারকে বিব্রতকর ঘটনা হিসেবে উল্লেখ করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার বেলা সোয়া ১১টার দিকে ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি ফারিয়া আইনি প্রতিকার পাবে।’
একই সঙ্গে তিনি এই ধরনের মামলাগুলো আরও সংবেদনশীলভাবে পরিচালনার প্রয়োজনীয়তাও উল্লেখ করেছেন।
এদিকে রাজধানীতে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলন প্রসঙ্গেও কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলন থাকবে। তবে তা যৌক্তিক হতে হবে। মানুষের যেন ভোগান্তি না হয়। দাবি-দাওয়ার পেশের সময় অনেকে জনভোগান্তি করে, পুলিশের ওপর হামলা চালায়। সেটা না দেখিয়ে শুধু পুলিশের হামলা দেখানো হয়।
ঈদের আগে মে মাসের মধ্যে বোনাস ও ৩ জুনের মধ্যে গার্মেন্টস কর্মীদের বেতন দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।