মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ও ইসরায়েল সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। স্থানীয় সময় সোমবার ‘ট্রুথ সোশ্যাল’ সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
ইরানের ৩ পরমাণু শক্তি কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলা এবং এর জবাবে কাতারে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানি মিসাইল নিক্ষেপের পর এই ঘোষণা এলো।
তেহরান বলেছে তারা যুদ্ধবিরতিতে তখনই যাবে যখন ইসরায়েলি হামলা থামবে।
রয়টার্স জানিয়েছে, সোমবার কাতারের আমিরকে ফোন করে ট্রাম্প জানান যে, ইসরায়েল ইতোমধ্যেই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তিনি দোহাকে অনুরোধ করেন যাতে তেহরানকেও রাজি করানো হয়। এরপর কাতারের প্রধানমন্ত্রী ইরানি কর্মকর্তাদের সঙ্গে ফোনালাপের মাধ্যমে মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতিতে তেহরানের সম্মতি নিশ্চিত করেন।