জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’ এর সিজন ৩ আসতে চলেছে। ‘মির্জাপুর’-এর তৃতীয় সিজন স্ট্রিমিং হবে ৫ জুলাই থেকে। প্রাইম ভিডিওতে দেখা যাবে শো।
‘মির্জাপুর সিজন থ্রি’-তে ‘পঞ্চায়েত ৩’-এর সেক্রেটারি জি অর্থাৎ জিতেন্দ্র কুমারের ক্যামিও থেকে গুড্ডু ভাইয়া আলি ফজলের সিংহাসন দখল পর্যন্ত, সমস্ত কিছু পাওয়া যাবে।
মির্জাপুর’-এর দ্বিতীয় সিজনে অভিনেতা দিব্যেন্দু শর্মা অভিনীত মুন্না ত্রিপাঠির অন্যতম প্রিয় চরিত্রের মৃত্যু দর্শকদের হতবাক করে দিয়েছিল। গুড্ডু (আলি ফজল) এবং গোলু (শ্বেতা ত্রিপাঠী শর্মা) কালিন ভাইয়াকে হত্যা করার চেষ্টা করেছিল। যার পরে সে পালিয়ে গিয়ে তার জীবন বাঁচায়। কালিন ভাইয়ার স্ত্রী রসিকা দুগ্গাল ও ঘনিষ্ঠ সহযোগী মকবুল বাউজিকে খুন করে। এই চরিত্রে অভিনয় করেছেন কুলভূষণ খরবান্দা। এর সাথে দাদা (লিলিপুট), ভরত (বিজয় বর্মা), শত্রুঘ্ন (বিজয় বর্মা) এবং মামা (শ্রীকান্ত বর্মা) এবং ভরত গুলিতে মারা যান।
আলি ফজল, শ্বেতা ত্রিপাঠি শর্মা, রসিকা দুগাল, বিজয় বর্মা, পঙ্কজ ত্রিপাঠি, হর্ষিতা গৌর, প্রিয়াংশু পাইনিউলি, রাজেশ তাইলাং, ইশা তালওয়ার, আঞ্জুম শর্মা এবং শিবা চাড্ডাকে ট্রেলারে দেখা গিয়েছে। কিছু নতুন অভিনেতাকেও এই শোতে দেখা যাবে। দ্বিতীয় সিজনের অনেক অভিনেতাকে দেখা যাবে এই সিজনে। মির্জাপুর এই সিজনটি পরিচালনা করেছেন আনন্দ আইয়ার এবং গুরমিত সিং ।
নিজস্ব সংবাদ : 



















