সংবাদ শিরোনাম ::
Logo কপ ৩০: তৃতীয় দিন শেষ হয়েছে ঘোষণা, বিতর্ক, গুরুত্বপূর্ণ ঘটনায় Logo কপ ৩০: জলবায়ু সংকট নিয়ে সম্মেলন করে ৩০ বছর পার, এখন সমাধানের সময়   Logo জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট: প্রধান উপদেষ্টা Logo শেখ হাসিনাসহ তিন আসামির মামলার রায় ১৭ নভেম্বর Logo জলবায়ু সংকটই এখন স্বাস্থ্য সংকট: ডব্লিউএইচও প্রধান    Logo আজ দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা Logo সাভারে ডিগ্রেডেড এয়ারশেড বাস্তবায়নে অভিযান: চিমনি ভেঙে অবৈধ ইটভাটা বন্ধ, ১৮ লাখ টাকা জরিমানা Logo প্রকৃতি ও জীবনের এবারের পর্ব- ‘রক্ষিত অঞ্চল ব্যবস্থাপনা’    Logo জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি নায়ক গোবিন্দ Logo বোটানিক্যাল গার্ডেনে প্রবেশে চালু হলো ই-টিকেটিং

মোদি-বাইডেন ফোনালাপে বাংলাদেশ প্রসঙ্গ!

মোদি-বাইডেন ফোনালাপে বাংলাদেশ প্রসঙ্গ!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপ করেছেন বলে নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন। দুই রাষ্ট্রপ্রধানের এ ফোনালাপে বাংলাদেশ প্রসঙ্গ এসেছে বলে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে।

সোমবার (২৬ অগাস্ট) রাতে নিজের এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) বাইডেনের সঙ্গে আলাপের বিষয়টি নিশ্চিত করেন মোদি। লেখেন, ‘আজ (গতকাল) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপ হয়েছে। এ সময় ইউক্রেন পরিস্থিতিসহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে আমরা বিশদভাবে মতবিনিময় করেছি।’

বাংলাদেশ প্রসঙ্গেও মোদি কথা বলেছেন জানিয়ে লিখেছেন, ‘বাংলাদেশ পরিস্থিতি নিয়েও আমরা আলোচনা করেছি এবং দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছি। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে।’

 

এদিকে, বাইডেনের সঙ্গে মোদির ফোনালাপের বিষয়ে সংবাদ বিবৃতি দিয়েছে হোয়াইট হাউজও। বিবৃতিতে বলা হয়, সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় মোদির সাম্প্রতিক পোল্যান্ড ও ইউক্রেন সফরের পাশাপাশি আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক নিয়ে মতবিনিময় করেছেন বাইডেন। পোল্যান্ড ও ইউক্রেনে ঐতিহাসিক সফর এবং জ্বালানিসহ ইউক্রেনের জন্য শান্তি ও চলমান মানবিক সহায়তার বার্তার জন্য ভারতীয় প্রধানমন্ত্রীর প্রশংসা করেন তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, দুই দেশের নেতারা জাতিসংঘ সনদের ভিত্তিতে আন্তর্জাতিক আইন অনুযায়ী সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য তাদের অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের শান্তি ও সমৃদ্ধিতে অবদান রাখতে কোয়াডের মতো আঞ্চলিক জোটের মাধ্যমে একসাথে কাজ করার জন্য তাদের অব্যাহত প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছেন তারা।

তবে হোয়াইট হাউজের বিবৃতিতে বাংলাদেশ প্রসঙ্গে মোদি কী বলেছেন বা কী আলোচনা হয়েছে তা উল্লেখ করা হয়নি।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

কপ ৩০: তৃতীয় দিন শেষ হয়েছে ঘোষণা, বিতর্ক, গুরুত্বপূর্ণ ঘটনায়

মোদি-বাইডেন ফোনালাপে বাংলাদেশ প্রসঙ্গ!

আপডেট সময় ১২:৩৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপ করেছেন বলে নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন। দুই রাষ্ট্রপ্রধানের এ ফোনালাপে বাংলাদেশ প্রসঙ্গ এসেছে বলে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে।

সোমবার (২৬ অগাস্ট) রাতে নিজের এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) বাইডেনের সঙ্গে আলাপের বিষয়টি নিশ্চিত করেন মোদি। লেখেন, ‘আজ (গতকাল) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপ হয়েছে। এ সময় ইউক্রেন পরিস্থিতিসহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে আমরা বিশদভাবে মতবিনিময় করেছি।’

বাংলাদেশ প্রসঙ্গেও মোদি কথা বলেছেন জানিয়ে লিখেছেন, ‘বাংলাদেশ পরিস্থিতি নিয়েও আমরা আলোচনা করেছি এবং দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছি। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে।’

 

এদিকে, বাইডেনের সঙ্গে মোদির ফোনালাপের বিষয়ে সংবাদ বিবৃতি দিয়েছে হোয়াইট হাউজও। বিবৃতিতে বলা হয়, সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় মোদির সাম্প্রতিক পোল্যান্ড ও ইউক্রেন সফরের পাশাপাশি আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক নিয়ে মতবিনিময় করেছেন বাইডেন। পোল্যান্ড ও ইউক্রেনে ঐতিহাসিক সফর এবং জ্বালানিসহ ইউক্রেনের জন্য শান্তি ও চলমান মানবিক সহায়তার বার্তার জন্য ভারতীয় প্রধানমন্ত্রীর প্রশংসা করেন তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, দুই দেশের নেতারা জাতিসংঘ সনদের ভিত্তিতে আন্তর্জাতিক আইন অনুযায়ী সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য তাদের অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের শান্তি ও সমৃদ্ধিতে অবদান রাখতে কোয়াডের মতো আঞ্চলিক জোটের মাধ্যমে একসাথে কাজ করার জন্য তাদের অব্যাহত প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছেন তারা।

তবে হোয়াইট হাউজের বিবৃতিতে বাংলাদেশ প্রসঙ্গে মোদি কী বলেছেন বা কী আলোচনা হয়েছে তা উল্লেখ করা হয়নি।