সংবাদ শিরোনাম ::
Logo আশা জাগিয়ে শুরু কপ ৩০, মুকিত মজুমদার বাবুর প্রত্যাশা পূর্বের প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন    Logo ট্রাম্পকে ইঙ্গিত করে লুলার প্রত্যয়, “কপ ৩০ হবে সত্যের কপ” Logo এবার নিজেকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আরিফিন শুভ Logo ১৩ নভেম্বরের কর্মসূচি ঘিরে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার Logo ভারত-পাকিস্তানে একরাতের ব্যবধানে বোমা হামলা: দিল্লিতে নিহত ৯, ইসলামাবাদে নিহত ১২ Logo রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে Logo সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল সাড়ে তিন মাস Logo দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের হজ পালনের অনুমতি দিবে না সৌদি সরকার Logo নদী গিলে নিচ্ছে জমি: ভাঙনের সঙ্গে বাংলাদেশের অন্তহীন লড়াই Logo ময়মনসিংহে বাসে আগুন, দগ্ধ হয়ে চালকের মৃত্যু

যানজটে আটকে থাকার পর উপদেষ্টা গেলেন মোটরসাইকেলে চড়ে

যানজটে আটকে থাকার পর উপদেষ্টা গেলেন মোটরসাইকেলে চড়ে

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশের নাজুক অবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন।

বুধবার (৮ অক্টোবর) দুপুর ১টার দিকে তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়ে মহাসড়কটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

এর আগে সকালে তিনি ঢাকা থেকে মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে ভৈরবে পৌঁছান। পরে সেখান থেকে সড়কপথে আশুগঞ্জে আসেন। সকাল সোয়া ১০টার দিকে আশুগঞ্জের হোটেল উজান ভাটি থেকে গাড়িবহর নিয়ে বিশ্বরোডের উদ্দেশ্যে যাত্রা শুরু করলে আশুগঞ্জের সোহাগপুর, সোনারামপুর ও সরাইলের বেড়তলা এলাকায় তীব্র যানজটে আটকা পড়েন তিনি। তিন ঘণ্টা যানজটে আটকে থাকার পর মোটরসাইকেলে করে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোডে পৌঁছান উপদেষ্টা।

পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘ঢাকা-সিলেট মহাসড়কের যানজটের মূল কারণ ট্রাফিক বিভাগের গাফিলতি। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের পদক্ষেপ নেয়া হবে।’

তিনি জানান, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন প্রকৌশলীসহ কর্মকর্তাদের ঢাকায় অফিসে না বসে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডের অস্থায়ী কার্যালয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এ নির্দেশনা অমান্য করলে বা দায়িত্বে অবহেলা করলে তাদের সাময়িক বরখাস্ত করা হবে।

উপদেষ্টা বলেন, ‘বিশ্বরোড এলাকায় যানজট নিরসনে একটি উড়ালসেতু নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে। এ বিষয়ে অর্থের যোগান দেয়া হবে এবং প্রকল্প সংশ্লিষ্টদের ডিজাইন প্রণয়নসহ প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সড়কপথে যানজটের কারণে রেলপথে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই এ সমস্যার সমাধান করা হবে।’

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার এহতেশামুল হক এবং সড়ক ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, ২০১৭ সালে একনেক সভায় আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫১ কিলোমিটার সড়ক নির্মাণ প্রকল্প অনুমোদন পায়। ২০২০ সালে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড তিনটি প্যাকেজের কাজ শুরু করে। তবে করোনা মহামারি, বালু সংকট ও রাজনৈতিক অস্থিরতার কারণে প্রকল্পের অগ্রগতি একাধিকবার পিছিয়ে যায়।

২০২৫ সালের ৩১ জুলাই প্রকল্পের মেয়াদ শেষ হলেও সম্প্রতি মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে ব্যয় বেড়েছে ১৬৩ কোটি টাকা।

জনপ্রিয় সংবাদ

আশা জাগিয়ে শুরু কপ ৩০, মুকিত মজুমদার বাবুর প্রত্যাশা পূর্বের প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন   

যানজটে আটকে থাকার পর উপদেষ্টা গেলেন মোটরসাইকেলে চড়ে

আপডেট সময় ০৩:৫২:১২ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশের নাজুক অবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন।

বুধবার (৮ অক্টোবর) দুপুর ১টার দিকে তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়ে মহাসড়কটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

এর আগে সকালে তিনি ঢাকা থেকে মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে ভৈরবে পৌঁছান। পরে সেখান থেকে সড়কপথে আশুগঞ্জে আসেন। সকাল সোয়া ১০টার দিকে আশুগঞ্জের হোটেল উজান ভাটি থেকে গাড়িবহর নিয়ে বিশ্বরোডের উদ্দেশ্যে যাত্রা শুরু করলে আশুগঞ্জের সোহাগপুর, সোনারামপুর ও সরাইলের বেড়তলা এলাকায় তীব্র যানজটে আটকা পড়েন তিনি। তিন ঘণ্টা যানজটে আটকে থাকার পর মোটরসাইকেলে করে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোডে পৌঁছান উপদেষ্টা।

পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘ঢাকা-সিলেট মহাসড়কের যানজটের মূল কারণ ট্রাফিক বিভাগের গাফিলতি। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের পদক্ষেপ নেয়া হবে।’

তিনি জানান, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন প্রকৌশলীসহ কর্মকর্তাদের ঢাকায় অফিসে না বসে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডের অস্থায়ী কার্যালয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এ নির্দেশনা অমান্য করলে বা দায়িত্বে অবহেলা করলে তাদের সাময়িক বরখাস্ত করা হবে।

উপদেষ্টা বলেন, ‘বিশ্বরোড এলাকায় যানজট নিরসনে একটি উড়ালসেতু নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে। এ বিষয়ে অর্থের যোগান দেয়া হবে এবং প্রকল্প সংশ্লিষ্টদের ডিজাইন প্রণয়নসহ প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সড়কপথে যানজটের কারণে রেলপথে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই এ সমস্যার সমাধান করা হবে।’

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার এহতেশামুল হক এবং সড়ক ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, ২০১৭ সালে একনেক সভায় আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫১ কিলোমিটার সড়ক নির্মাণ প্রকল্প অনুমোদন পায়। ২০২০ সালে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড তিনটি প্যাকেজের কাজ শুরু করে। তবে করোনা মহামারি, বালু সংকট ও রাজনৈতিক অস্থিরতার কারণে প্রকল্পের অগ্রগতি একাধিকবার পিছিয়ে যায়।

২০২৫ সালের ৩১ জুলাই প্রকল্পের মেয়াদ শেষ হলেও সম্প্রতি মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে ব্যয় বেড়েছে ১৬৩ কোটি টাকা।