সংবাদ শিরোনাম ::
Logo ‘২ অক্টোবর থেকে সচিবালয়ে নিষিদ্ধ হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক সামগ্রী’ Logo ১১৯ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন Logo নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করছে সরকার: পরিবেশ উপদেষ্টা Logo পরিবেশ ও শ্রমিকবান্ধব টেকসই চামড়া শিল্পখাতের জন্য টিসিসি গঠনের প্রস্তাবনা সভাতেই বড় ঘোষণা! Logo ইরান থেকে দ্বিতীয় দফায় ফিরলেন ৩২ বাংলাদেশি Logo ৩৫ শতাংশ শুল্কের কথা জানিয়ে ড. ইউনূসকে দেওয়া চিঠিতে যা লিখলেন ট্রাম্প Logo পাকিস্তানের রাস্তায় নারী-শিশুর ওপর সিংহের আক্রমণ, কিন্তু কিভাবে? Logo মূল্যস্ফীতির হার কমে ৮.৪৮ শতাংশে, ২৭ মাসের মধ্যে সর্বনিম্ন Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯২ Logo বাংলাদেশকে বিশ্বমঞ্চে নিয়ে যেতে চান ঋতুপর্ণা

যুদ্ধবিরতি ভেস্তে গেল, গাজায় নারকীয় তাণ্ডব চালালো ইসরায়েল, নিহত ৩ শতাধিক

যুদ্ধবিরতি ভেস্তে গেল, গাজায় নারকীয় তাণ্ডব চালালো ইসরায়েল, নিহত ৩ শতাধিক

গাজায় যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়বে কিনা এই নিয়ে জল্পনার মাঝেই ফের ধ্বংসস্তূপে পরিণত গাজায় নারকীয় তাণ্ডব চালালো ইসরায়েল। সর্বশেষ খবর মতে, ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছে। সোমবার (১৭ মার্চ) গভীর রাতে সেহরির সময় গাজাজুড়ে ব্যাপক আকারে বিমান হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী।

 

গাজার মেডিকেল সূত্রে জানা গেছে, সবশেষ খবর পাওয়া পর্যন্ত গাজাজুড়ে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৩৪২ জন নিহত হয়েছেন। এখন পর্যন্ত নিহতদের মধ্যে উত্তরাঞ্চলের ১৫৪ জন।

 

জানা যায়, স্থানীয় সময় সোমবার গভীর রাতে আকস্মিকভাবে গাজার বেশ কয়েকটি স্থানে একযোগে বিমান হামলা চালানো হয়। দ্বিতীয় দফায় যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে যাওয়ার পর অবরুদ্ধ উপত্যকায় মরণ কামড় দিলো ইসরায়েল।

 

সোমবার রাতে গাজার কেন্দ্রীয় শহর দেইর আল-বালাহ, গাজা সিটি, খান ইউনিস ও রাফাহ অঞ্চলের একাধিক স্থাপনায় ব্যাপক আকারে বিমান হামলা চালায় নেতানিয়াহুর বাহিনী। এতে আবাসিক ভবনসহ বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্তের পাশাপাশি হতাহত হয়েছেন অসংখ্য মানুষ, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া এ হামলায় হামাসের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাও নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

 

মার্কিন মধ্যস্থতায় গাজার সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেষ্টা চলছিল। তবে বন্দি বিনিময়সহ গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে মতপার্থক্য থাকায় আলোচনায় সাফল্য আসেনি। এতে চলমান উত্তেজনা নতুন মাত্রা পায়।

 

ইসরায়েল জানিয়েছে, তারা আগের চেয়ে আরও শক্তিশালী সামরিক অভিযান পরিচালনা করবে। স্থল অভিযানেরও হুমকি দিয়েছে তেল আবিব। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, সংঘাতের এই নতুন ধাপে গাজায় মানবিক পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেই ইসরায়েল এ হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

‘২ অক্টোবর থেকে সচিবালয়ে নিষিদ্ধ হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক সামগ্রী’

যুদ্ধবিরতি ভেস্তে গেল, গাজায় নারকীয় তাণ্ডব চালালো ইসরায়েল, নিহত ৩ শতাধিক

আপডেট সময় ০১:৫৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

গাজায় যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়বে কিনা এই নিয়ে জল্পনার মাঝেই ফের ধ্বংসস্তূপে পরিণত গাজায় নারকীয় তাণ্ডব চালালো ইসরায়েল। সর্বশেষ খবর মতে, ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছে। সোমবার (১৭ মার্চ) গভীর রাতে সেহরির সময় গাজাজুড়ে ব্যাপক আকারে বিমান হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী।

 

গাজার মেডিকেল সূত্রে জানা গেছে, সবশেষ খবর পাওয়া পর্যন্ত গাজাজুড়ে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৩৪২ জন নিহত হয়েছেন। এখন পর্যন্ত নিহতদের মধ্যে উত্তরাঞ্চলের ১৫৪ জন।

 

জানা যায়, স্থানীয় সময় সোমবার গভীর রাতে আকস্মিকভাবে গাজার বেশ কয়েকটি স্থানে একযোগে বিমান হামলা চালানো হয়। দ্বিতীয় দফায় যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে যাওয়ার পর অবরুদ্ধ উপত্যকায় মরণ কামড় দিলো ইসরায়েল।

 

সোমবার রাতে গাজার কেন্দ্রীয় শহর দেইর আল-বালাহ, গাজা সিটি, খান ইউনিস ও রাফাহ অঞ্চলের একাধিক স্থাপনায় ব্যাপক আকারে বিমান হামলা চালায় নেতানিয়াহুর বাহিনী। এতে আবাসিক ভবনসহ বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্তের পাশাপাশি হতাহত হয়েছেন অসংখ্য মানুষ, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া এ হামলায় হামাসের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাও নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

 

মার্কিন মধ্যস্থতায় গাজার সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেষ্টা চলছিল। তবে বন্দি বিনিময়সহ গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে মতপার্থক্য থাকায় আলোচনায় সাফল্য আসেনি। এতে চলমান উত্তেজনা নতুন মাত্রা পায়।

 

ইসরায়েল জানিয়েছে, তারা আগের চেয়ে আরও শক্তিশালী সামরিক অভিযান পরিচালনা করবে। স্থল অভিযানেরও হুমকি দিয়েছে তেল আবিব। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, সংঘাতের এই নতুন ধাপে গাজায় মানবিক পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেই ইসরায়েল এ হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস।