দ্বিতীয় কোয়ালিফায়ারে চলে গেছে মুম্বাই। ফাইনালে ওঠার লড়াইয়ে রবিবার (০১ জুন) দ্বিতীয় কোয়ালিফায়ার পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে হার্দিক পান্ডিয়ার মুম্বাই।
এই ম্যাচের জয়ী দল ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গী হবে।
আইপিএলের এবারের মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত খেলছিল গুজরাট টাইটান্স। তবে তাদের সম্ভাবনাময় যাত্রাটা শেষ পর্যন্ত সফল হলো না। গতকাল (৩০ মে) শুভমান গিলের দলের দুর্দান্ত যাত্রা থেমে গেছে এলিমিনেটর ম্যাচেই। এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ২০ রানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে গুজরাট টাইটান্স।