দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে আগামী ২ দিন রংপুর, রাজশাহী ছাড়া বাকি সব বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে মৌসুমী বায়ুর প্রভাবে লঘু চাপ সৃষ্টি হওয়ার কারণে দক্ষিণ উপকূলীয় ও সমুদ্র অঞ্চলকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর কথা বলা হয়েছে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারা দেশে থেমে থেমে বৃষ্টি শুরু হয়েছে যা ২২ জুন পর্যন্ত এ অবস্থা চলমান থাকবে। এ সময় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পুরো মাসজুড়েই হালকা বৃষ্টি হবে।
আরও জানানো হয়েছে যে, চট্টগ্রামসহ পার্বত্য কয়েকটি জেলায় ভারি বৃষ্টিপাতের কারণে ভূমিধস এবং বন্যার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, মংলা, পায়রাবন্দরসহ সকল সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে। যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত যা বলবত থাকবে।
বৃষ্টিপাত-আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
এদিকে রাজধানীতে ভোর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন। তবে থেমে থেমে হচ্ছে বৃষ্টিও।