৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো রাশিয়ার উপদ্বীপ কামস্কাটকা। আর এর জেরে ২০২৩ সালের মতো পুনরায় সক্রিয় হয়েছে একটি আগ্নেয়গিরি।দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সক্রিয় হয়ে ওঠা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হওয়ার পর কয়েক মাইল ছাইয়ে ছেয়ে গেছে।
শিভেলুচ নামের এই আগ্নেয়গিরিটি কামস্কাটকা উপদ্বীপের পেত্রোপাভলোস্ক-কামস্কাটাস্কি থেকে ২৮০ মাইল দূরে অবস্থিত। সেখানে ১ লাখ ৮০ হাজার মানুষ বসবাস করেন।
রুশ বার্তা সংস্থা তাস বলছে, আগ্নেয়গিরির ছাই সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ কিলোমিটার ওপর পর্যন্ত উঠেছে। এ ছাড়া আগ্নেয়গিরি থেকে লাভা নির্গত হচ্ছে।
শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলেও এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, স্থানীয় সময় রোববার সকাল ৭টার পরেই পেট্রোপাভলভস্ক-কামস্কাটাস্কি থেকে প্রায় ৯০ কিলোমিটার পূর্বে ৫০ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র সুনামি সতর্কতা জারি করলেও পরে তারা জানিয়েছে, সুনামির ঝুঁকি কেটে গছে। তবে, স্থানীয় কর্তৃপক্ষ কোনো সুনামির সতর্কতা জারি করেনি।
যেই উপদ্বীপটিতে ভূমিকম্পটি আঘাত হেনেছে সেটি একটি ভূমিকম্পন প্রবণ এলাকা। এটি ‘রিং অব ফায়ারের’ পাশেই অবস্থিত। সেখানে এক ডজনের বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে।
ডেস্ক রিপোর্ট 
























