গলের গরম ও ঘূর্ণি মাটিতে টেস্ট সিরিজের ১ম দিনে ব্যাট হাতে দারুণ সূচনা করলো বাংলাদেশ। শুরুর ধাক্কা কাটিয়ে ৩ উইকেটে ২৯২ রান তুলে নিয়েছে সফরকারীরা। টেস্টের প্রথম দিন সম্পূর্ণই বাংলাদেশের দখলে, আর সেই কৃতিত্ব মূলত শান্ত-মুশফিক জুটির। শান্ত ১৩৬*, মুশফিক ১০৫* দুইজনই অপরাজিত আছেন।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুটা ছিলো হতাশাজনক। (০) তে আউট হয়ে ফেরেন ওপেনার এনামুল হক। পরে শাদমান ইসলাম (১৪) এবং মমিনুল হক (২৯) দ্রুত বিদায় নিলে ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।
দুজনই দেখেশুনে, ধৈর্য ধরে ব্যাট করেছেন এবং লঙ্কান স্পিনারদের চোখে চোখ রেখে খেলেছেন। মাঠে নামার সময় যেভাবে ব্যাটিং সহায়ক পিচের পূর্বাভাস দেওয়া হয়েছিলো, সেটিই প্রমাণিত হচ্ছে।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ- ২৯২/৩। শান্ত ১৩৬*, মুশফিক ১০৫*