শাহরুখ খান সোমবার (২৯ জুলাই) মুম্বাইয়ের একটি হাসপাতালে চোখ দেখাতে গিয়েছিলেন । ওই হাসপাতালে আগেই তার একটি ছোট অস্ত্রোপচার হয়েছিল । কিন্তু সেখানে তার চিকিৎসা ঠিকভাবে সম্পন্ন হয়নি বলে আরও ভালো চিকিৎসার জন্য আমেরিকা যাওয়ার সিদ্ধান্ত নেন শাহরুখ।
আমেরিকায় শাহরুখ খানের আবারও অপারেশন হতে পারে বলে জানা গেছে।
গত মে মাসে আইপিএলের একটি ম্যাচে অসুস্থ হয়ে পড়েছিলেন শাহরুখ খান। অতিরিক্ত গরমের কারনেই মূলত তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন । ওই সময় তাকে গুজরাটের একটি ভালো হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানে চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেয়া হয়।
আমেরিকার কোন হাসপাতালে তার চিকিৎসা হবে, এ বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি।
নিজস্ব সংবাদ : 























