গতকাল শনিবার (১০ আগস্ট) সন্ধ্যায় লোকার্নো উৎসবে পিয়াজা গ্র্যান্ডে পুরস্কার গ্রহণ করেছিলেন বলিউড বাদশা।
ইতালিয়ান নির্মাতা জানলুকা জডিসের সিনেমা ‘দ্য ফ্লাড’ সিনেমা দিয়ে লোকার্নো উৎসবের পর্দা উঠেছে । ১৭ আগস্ট নামবে লোকার্নো চলচ্চিত্র উৎসবের পর্দা। তাইতো সেই উৎসবেই যোগ দিতে শুক্রবার (৯ আগস্ট) সুইজারল্যান্ডের উদ্দেশে উড়ে গিয়েছিলেন শাহরুখ খান ।জানা গেছে, এই চলচ্চিত্র উৎসবে শাহরুখ খানের সুদীর্ঘ ফিল্ম ক্যারিয়ারের কৃতিত্বকে পুরস্কৃত করা হয়েছে । ভারতীয় চলচ্চিত্রে শাহরুখ খানের অনস্বীকার্য অবদানের জন্য লোকার্নো চলচ্চিত্র উৎসবে বিশেষ মর্যাদাপূর্ণ ‘পারদো আল্লা ক্যারিয়ার’ তুলে দেওয়া হলো তার হাতে।
শুক্রবার সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময়ে মুম্বাই বিমানবন্দরে ক্যামেরাবন্দি হন শাহরুখ খান। এসময় ম্যানেজার পূজা দাদলানি তার সঙ্গে ছিলেন। অভিনেতার পরনে ছিল নীল রঙের জিন্স। সাদা টি-শার্ট তার উপর চাপানো কমলা রঙের জ্যাকেট। চোখে সানগ্লাস।
আজ রবিবার (১১ আগস্ট) স্পাজিও সিনেমার ফোরামে উপস্থিত থাকবেন তিনি। এছাড়াও লোকার্নো চলচ্চিত্র উৎসব চলাকালীন প্রদর্শিত হবে শাহরুখ খানের ‘দেবদাস’ ছবিটি।
এবারের উৎসবে ১০ দিনব্যাপী দেখানো হবে ২২৫টি ছবি। এর মাঝে ১০৪টি ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে উৎসবে। উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে অংশ নিচ্ছে ১৭টি ছবি। উৎসবের পর্দা উঠেছে ইতালিয়ান নির্মাতা জানলুকা জডিসের সিনেমা ‘দ্য ফ্লাড’ সিনেমা দিয়ে। ১৭ আগস্ট নামবে লোকার্নো চলচ্চিত্র উৎসবের পর্দা।
নিজস্ব সংবাদ : 






















