অনেক আগেই জানা গিয়েছিল বলিউড সুপারস্টার শাহরুখ খান ও তার কন্যা, সুজয় ঘোষ পরিচালিত আসন্ন সিনেমা ‘কিং’ এ একসঙ্গে তারা অভিনয় করবেন । এবার জানা গেল এই অ্যাকশন সিনেমাতে অভিষেক বচ্চনকে খলনায়কের ভূমিকায় দেখা যাবে । ফলে এবারই প্রথম একে অপরের প্রতিপক্ষ হিসেবে হাজির হবেন শাহরুখ খান ও অভিষেক বচ্চন।
জানা গেছে, সিনেমাটির ভিলেনের সন্ধানে অনেকদিন ধরেই ছিলেন পরিচালক সুজয় ঘোষ। অবশেষে চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার পর পরিচালক ভিলেনের সন্ধান পেয়েছেন বলে একটি সূত্রের দাবি। যদিও পরিচালকের কাছ থেকে কোন চূড়ান্ত ঘোষণা এখনো আসেনি।
এর আগে সুজয়ের ‘বব বিশ্বাস’ ছবিতে অভিনয় করেছিলেন অভিষেক ‘নাম’ ভূমিকায় । এবারেও নাকি জটিল অথবা বুদ্ধি দীপ্ত একটি চরিত্রে অভিনয় করবেন তিনি। অতীতে শাহরুখের সঙ্গেও ‘কাভি আলবিদা না কেহনা’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমাতে অভিনয় করেছিলেন অভিষেক বচ্চন। কিন্তু এবারই প্রথম শাহরুখ খানের সঙ্গে তিনি মুখোমুখি হয়ে নামতে চলেছেন।
সিনেমাটি ”সিদ্ধার্থ আনন্দ” প্রযোজনা করছেন ।একটি সূত্রের দাবি, ছবিতে অভিষেককে নতুন লুকে হাজির করতে চাইছেন তিনি। এই মুহূর্তে সিনেমার প্রস্তুতি চলছে পুরোদমে। বছরের শেষে এই সিনেমার শুটিং শুরু হতে পারে।
নিজস্ব সংবাদ : 




















