শেরপুরে ধানক্ষেত থেকে বার্মিজ অজগর উদ্ধারের পর গহীন বনে অবমুক্ত

শেরপুরের গারো পাহাড়ের ঝিনাইগাতীর রাংটিয়া এলাকার ধানক্ষেত থেকে বার্মিজ প্রজাতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে সেটিকে ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী রাংটিয়া রেঞ্জের গহিন বনে সেটিকে অবমুক্ত করে বন বিভাগ।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগের রাংটিয়া রেঞ্জের রাংটিয়া সদর বিট অফিসার মো. শাহজাহান।

 

বনবিভাগ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ি এলাকার মরিয়মনগর গ্রামের একটি ধানক্ষেতে অজগর সাপ দেখতে পেয়ে বন বিভাগে খবর দেয় গ্রামবাসী। পরে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অজগর সাপটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করে নিয়ে যান। একই দিন রাতে সাপটিকে রাংটিয়া রেঞ্জের আওতাধীন গভীর বনে নিরাপদভাবে অবমুক্ত করা হয়।

 

বন বিভাগের রাংটিয়া রেঞ্জের রাংটিয়া সদর বিট অফিসার মো. শাহজাহান বলেন, খবর পাওয়ার পরপরই রাংটিয়া রেঞ্জের অধীনে থাকা বন বিভাগের একদল কর্মী দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে একটি ধানক্ষেত থেকে একটি বড় আকৃতির বার্মিজ প্রজাতির অজগর সাপ সতর্কভাবে উদ্ধার করা হয়, যাতে জনসাধারণের কোনো ক্ষতি না হয় এবং সাপটিও কোনো প্রকার আঘাত না পায়।

 

এই বন কর্মকর্তা আরও বলেন, বার্মিজ অজগর সাধারণত মানুষের জন্য খুব একটা বিপজ্জনক নয়। তবে এটি একটি সংরক্ষিত বন্যপ্রাণী। একে প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ প্রজাতি হিসেবে বিবেচনা করা হয়। তাই সাপটির নিরাপত্তা ও প্রাকৃতিক পরিবেশ রক্ষার স্বার্থে অজগরটিকে রাংটিয়া রেঞ্জের অন্তর্গত একটি গভীর ও নিরাপদ বনে অবমুক্ত করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

শেরপুরে ধানক্ষেত থেকে বার্মিজ অজগর উদ্ধারের পর গহীন বনে অবমুক্ত

আপডেট সময় ০১:২৩:২৩ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

শেরপুরের গারো পাহাড়ের ঝিনাইগাতীর রাংটিয়া এলাকার ধানক্ষেত থেকে বার্মিজ প্রজাতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে সেটিকে ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী রাংটিয়া রেঞ্জের গহিন বনে সেটিকে অবমুক্ত করে বন বিভাগ।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগের রাংটিয়া রেঞ্জের রাংটিয়া সদর বিট অফিসার মো. শাহজাহান।

 

বনবিভাগ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ি এলাকার মরিয়মনগর গ্রামের একটি ধানক্ষেতে অজগর সাপ দেখতে পেয়ে বন বিভাগে খবর দেয় গ্রামবাসী। পরে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অজগর সাপটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করে নিয়ে যান। একই দিন রাতে সাপটিকে রাংটিয়া রেঞ্জের আওতাধীন গভীর বনে নিরাপদভাবে অবমুক্ত করা হয়।

 

বন বিভাগের রাংটিয়া রেঞ্জের রাংটিয়া সদর বিট অফিসার মো. শাহজাহান বলেন, খবর পাওয়ার পরপরই রাংটিয়া রেঞ্জের অধীনে থাকা বন বিভাগের একদল কর্মী দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে একটি ধানক্ষেত থেকে একটি বড় আকৃতির বার্মিজ প্রজাতির অজগর সাপ সতর্কভাবে উদ্ধার করা হয়, যাতে জনসাধারণের কোনো ক্ষতি না হয় এবং সাপটিও কোনো প্রকার আঘাত না পায়।

 

এই বন কর্মকর্তা আরও বলেন, বার্মিজ অজগর সাধারণত মানুষের জন্য খুব একটা বিপজ্জনক নয়। তবে এটি একটি সংরক্ষিত বন্যপ্রাণী। একে প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ প্রজাতি হিসেবে বিবেচনা করা হয়। তাই সাপটির নিরাপত্তা ও প্রাকৃতিক পরিবেশ রক্ষার স্বার্থে অজগরটিকে রাংটিয়া রেঞ্জের অন্তর্গত একটি গভীর ও নিরাপদ বনে অবমুক্ত করা হয়েছে।