গায়ক মাঈনুল আহসান নোবেলকে নারী নির্যাতন মামলায় মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ। মঙ্গলবার বেলা সোয়া ১১ টায় বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, গতকাল সোমাবার ডেমরা থানায় নোবেলের বিরুদ্ধে একটি নারী নির্যাতন মামলা করা হয়। সে মামলায় নোবেলকে গ্রেপ্তার করা হয়। ঠিক দুই বছর আগে ২০২৩ সালের ২০ মে মতিঝিল থানায় দায়ের করা প্রতারণা মামলায় নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ।