রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের দেড় ঘণ্টার মাথায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে গেছে শতাধিক ঘর। পাশাপাশি ৩০টির বেশি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফায়ার সার্ভিস বুধবার (১২ মার্চ) জানিয়েছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে।
পরে একে একে সাতটি ইউনিট যোগ দেয়। মোট আটটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় ভোর ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে শতাধিক ঘর পড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০টির বেশি দোকান।