বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতন ঘিরে সহিংসতায় বন্ধ থাকার পর সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে ট্রেন চলাচল শুরু হয়।
এর আগে প্রথম ধাপে গত সোমবার থেকে মালবাহী ট্রেন চলাচল শুরু হয়। আর পরদিন মঙ্গলবার থেকে চালু হয় লোকাল ও কমিউটার ট্রেন।
কোটা সংস্কার আন্দোলনের মুখে গত ১৮ জুলাই থেকে দেশের বিভিন্ন পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সরকারের কারফিউ জারির পর ১৯ জুলাই থেকে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়। এর মধ্যে গত ১ থেকে ৩ আগস্ট সীমিত পরিসরে কমিউটার ট্রেন চালু হয়। পরে ৪ আগস্ট রাতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
ডেস্ক রিপোর্ট 




















