বর্ডার-গাভাস্কার সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে সিডনির সবুজ পিচে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে কঠিন পরিস্থিতির মুখে পড়েছে ভারত। মাত্র ১৮৫ তে অলআউট হয়েছে। স্কট বোলান্ডের মাপা লাইন-লেংথ এবং পিচ থেকে পাওয়া সিম মুভমেন্টের কোন জবাব ছিল না ভারতের কাছে। বোলান্ডের ৪ উইকেট শিকার করেন।
অধিনায়ক রোহিত শর্মার অনুপস্থিতিতে নেতৃত্বের দায়িত্বে থাকা জাসপ্রীত বুমরাহ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। তবে রোহিতকে ‘বিশ্রাম’ দিয়েও ভারতীয় ব্যাটিংয়ের কোন উন্নতি হয়নি। উল্টো কিছুটা অগোছালোও মনে হচ্ছিল তাদের।
অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে নেমে তেমন সুবিধা করতে পারেনি। মাত্র ৩ ওভার খেললেও এরই মধ্যে তারা উসমান খাজার উইকেট খুঁইয়েছে। দিনের শেষ ওভারে অজি ওপেনার কনস্টাস ও জাসপ্রীত বুমরাহর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ১৮৫ (ঋষভ পান্ত ৪০, শুবমান গিল ২০; স্কট বলান্ড ৪/৩১)
অস্ট্রেলিয়া: ৯/১ (জসপ্রীত বুমরাহ ১/৭)