মঙ্গলবার (২০ মে) সকাল সকালই হৃতিক রোশানের পূর্ব ঘোষণা অনুসারে প্রকাশ্যে এলো অ্যাকশনে ভরপুর ‘ওয়ার টু’র টিজার। ইতিমধ্যেই নেটপাড়ায় টিজার দেখে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। ‘ওয়ার’-এর সিক্যুয়েল এই ছবি আরও বড় ধামাকা দিতে প্রস্তুত, তা ১ মিনিট ৩৪ সেকেন্ডের টিজারেই স্পষ্ট
হৃতিকের এই ছবির প্রথম পার্টও ছিল সুপারহিট। যদিও ছবির প্রথম পর্বের পরিচালক ছিলেন সিদ্ধার্থ আনন্দ ৷ তার হাত ধরে ১৫০ কোটি বাজেটের ‘ওয়ার’ ছবিটি বক্স অফিসে ৪৭৫ কোটি রুপি আয় করেছিল। প্রথম পার্টে হৃতিক ছাড়াও দেখা গিয়েছিল টাইগার শ্রফকে। দুর্ধর্ষ অ্যাকশন, অসাধারণ গ্রাফিক্স তাক লাগানোর মতো।
চমকে দিয়েছেন জুনিয়র এনটিআর। গ্রিকগডের বিপরীতে এনটিআরের ভয়েসে যেভাবে টিজার শুরু হয়েছে তা মারাত্মক। ছবিতে প্রথমবার একসঙ্গে স্ক্রিনশেয়ার করেছেন ‘আরআরআর’ খ্যাত জুনিয়ার এনটিআর এবং হৃতিক রোশন। জুনিয়র এনটিআরের জন্মদিনে দর্শকদের খুশি করে দিল টিম ‘ওয়ার টু’। এই বছর ১৪ আগস্ট মুক্তি পাবে মুভিটি। মুভির প্রথম ঝলকে জুনিয়র এনটিআরকে যেমন খলনায়কের চরিত্রে দেখা গেল, তেমনই হৃতিক রোশনের লুকে আপ্লুত তাঁর অনুরাগীরা।
তবে কিয়ারা আদবানি যে বিকিনি লুকে দেখা যেতে পারে, সেটা আঁচ করা যায়নি। ছবির টিজারে সবচেয়ে কম সময় আছেন কিয়ারা। কিন্তু তাঁর বিকিনি লুকের দিক থেকে চোখ ফেরাতে পারছেন না সিনেমাপ্রেমীরা।