এক ইনিংসে পাঁচটা সেঞ্চুরি, একাধিক রেকর্ড যেই দলের কাছে থাকে তার থেকে কী আশা করা যায়? জয় ছাড়া আর কিছুই নয়। কিন্তু ক্রিকেটে যেটা দরকার সেই টিম গেম না থাকলে কী হয়? সেটাই হলো লিডস টেস্টে। ইংল্যান্ডের লিডসের হেডিংলেতে প্রথম ইনিংসে এগিয়ে থেকেও হারতে হলো ভারতকে। শেষ দিনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরে গিয়ে হার দিয়ে সিরিজ় শুরু করল টিম ইন্ডিয়া। পাশাপাশি অধিনায়ক হিসেবে নিজের প্রথম টেস্টটা হার দিয়ে শুরু করলেন শুবমান গিল। তিনি নিজে সেঞ্চুরি করলেও তাঁর দলকে জেতাতে পারলেন না। লিডস টেস্ট পাঁচ উইকেটে জিতল ইংল্যান্ড।
পঞ্চম দিনে ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল ৩৫০ রান ও হাতে ছিল ৯০ ওভার। অন্যদিকে ভারতের দরকার ছিল ১০ উইকেট। এখানেই হোঁচট খেলো শুবমান গিল ব্রিগেড। জ়্যাক ক্রলি ও বেন ডাকেটের ওপেনিং জুটি করে ১৮৮ রান। জ়্যাক ক্রলি করেন ৬৫ ও বেন ডাকেট করেন ১৪৯ রান। এখানেই লাগে প্রথম ধাক্কা। দিনের শুরুতে যেই উইকেট তুলে ইংল্যান্ডের কোমর ভাঙার দরকার ছিল সেটা করতে পারল না। জো রুট হাফ সেঞ্চুরি করেন। বেন স্টোকস করেন ৩৩ রান।
দ্বিতীয় ইনিংসে ভারতের বোলিং প্রত্যাশিত ছিল না। জশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ উইকেট পাননি। প্রসিধ কৃষ্ণ ও শার্দূল ঠাকুর দুই উইকেট করে নেন। একটি উইকেট নেন রবীন্দ্র জাডেজা। আর বুমরা ব্যর্থ হতেই শেষ হলো ভারতের ইনিংস।
ভারত: ৪৭১/১০ , ৩৬৪/১০
ইংল্যান্ড:৪৬৫/১০, ৩৭৩/৫
*ইংল্যান্ড ৫ উইকেটে জিতেছে।