সংবাদ শিরোনাম ::
Logo আশা জাগিয়ে শুরু কপ ৩০, মুকিত মজুমদার বাবুর প্রত্যাশা পূর্বের প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন    Logo ট্রাম্পকে ইঙ্গিত করে লুলার প্রত্যয়, “কপ ৩০ হবে সত্যের কপ” Logo এবার নিজেকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আরিফিন শুভ Logo ১৩ নভেম্বরের কর্মসূচি ঘিরে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার Logo ভারত-পাকিস্তানে একরাতের ব্যবধানে বোমা হামলা: দিল্লিতে নিহত ৯, ইসলামাবাদে নিহত ১২ Logo রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে Logo সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল সাড়ে তিন মাস Logo দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের হজ পালনের অনুমতি দিবে না সৌদি সরকার Logo নদী গিলে নিচ্ছে জমি: ভাঙনের সঙ্গে বাংলাদেশের অন্তহীন লড়াই Logo ময়মনসিংহে বাসে আগুন, দগ্ধ হয়ে চালকের মৃত্যু

২৫ লাখ রুপির চুক্তি সালমান খানকে হত্যার জন্য!

সালমান খানের বাড়িতে গুলিকাণ্ডের মামলায় আবারও নতুন তথ্য পাওয়া গেল। একটি চার্জশিট পেশ করেছে পুলিশ, যেখানে বলা হয়েছে সিধু মুসেওয়ালার মতো সালমানকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। সালমানকে হত্যার জন্য লরেন্স বিষ্ণোই ২৫ লাখ টাকার চুক্তি করেছিলেন বলেও জানা গেছে তার গ্যাংয়ের সদস্যদের সঙ্গে।

দুই দুষ্কৃতী মোটরসাইকেলে চেপে ৪-৫ রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় এত নিরাপত্তা, এত কড়াকড়ি থাকার পরেও ১৪ এপ্রিল ভোরে সালমানের বাড়ির সামনে । এরপর নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। গত সপ্তাহে প্যানভেল ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করা ৩৫০ পৃষ্ঠার চার্জশিটে বলা হয়েছে যে গায়ক সিধু মুসেওয়ালাকে হত্যার স্টাইলে পুরো পরিকল্পনাটি করা হয়েছিল বলে দাবি করা হয়েছে। এবার পুলিশ একটি চার্জশিট পেশ করেছে, যেখানে সালমান খানকে হত্যার পরিকল্পনার সমস্ত তথ্যও প্রকাশ করা হয়েছে।

চার্জশিটে দাবি করা হয়েছে, সিনেমার শুটিং চলাকালীন বা সালমান খান যখন তার পানভেল খামারবাড়ি থেকে বেরিয়ে আসবেন তখন এই ঘটনাটি ঘটানো হবে বলে পরিকল্পনা করা হয়েছিল। অত্যাধুনিক অস্ত্র আনানোর ব্যবস্থাও করা হয়েছিল। মোবাইল ফোনের প্রযুক্তিগত ব্যবহার, হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা, টাওয়ারের লোকেশন এবং অডিও এবং ভিডিও কলও রয়েছে পরিকল্পনায়।

ধনঞ্জয় তাপসিং ওরফে অজয় কাশ্যপ, গৌতম বিনোদ ভাটিয়া, ওয়াসপি মেহমুদ খান ওরফে চিনা, রিজওয়ান হাসান ওরফে জাভেদ খান এবং দীপক হাওয়াসিং ওরফে জন বাল্মিকি-সহ বিষ্ণোই গ্যাংয়ের পাঁচ সদস্যের নামও রয়েছে অভিযোগপত্রে।

জনপ্রিয় সংবাদ

আশা জাগিয়ে শুরু কপ ৩০, মুকিত মজুমদার বাবুর প্রত্যাশা পূর্বের প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন   

২৫ লাখ রুপির চুক্তি সালমান খানকে হত্যার জন্য!

আপডেট সময় ০৭:১৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪

সালমান খানের বাড়িতে গুলিকাণ্ডের মামলায় আবারও নতুন তথ্য পাওয়া গেল। একটি চার্জশিট পেশ করেছে পুলিশ, যেখানে বলা হয়েছে সিধু মুসেওয়ালার মতো সালমানকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। সালমানকে হত্যার জন্য লরেন্স বিষ্ণোই ২৫ লাখ টাকার চুক্তি করেছিলেন বলেও জানা গেছে তার গ্যাংয়ের সদস্যদের সঙ্গে।

দুই দুষ্কৃতী মোটরসাইকেলে চেপে ৪-৫ রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় এত নিরাপত্তা, এত কড়াকড়ি থাকার পরেও ১৪ এপ্রিল ভোরে সালমানের বাড়ির সামনে । এরপর নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। গত সপ্তাহে প্যানভেল ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করা ৩৫০ পৃষ্ঠার চার্জশিটে বলা হয়েছে যে গায়ক সিধু মুসেওয়ালাকে হত্যার স্টাইলে পুরো পরিকল্পনাটি করা হয়েছিল বলে দাবি করা হয়েছে। এবার পুলিশ একটি চার্জশিট পেশ করেছে, যেখানে সালমান খানকে হত্যার পরিকল্পনার সমস্ত তথ্যও প্রকাশ করা হয়েছে।

চার্জশিটে দাবি করা হয়েছে, সিনেমার শুটিং চলাকালীন বা সালমান খান যখন তার পানভেল খামারবাড়ি থেকে বেরিয়ে আসবেন তখন এই ঘটনাটি ঘটানো হবে বলে পরিকল্পনা করা হয়েছিল। অত্যাধুনিক অস্ত্র আনানোর ব্যবস্থাও করা হয়েছিল। মোবাইল ফোনের প্রযুক্তিগত ব্যবহার, হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা, টাওয়ারের লোকেশন এবং অডিও এবং ভিডিও কলও রয়েছে পরিকল্পনায়।

ধনঞ্জয় তাপসিং ওরফে অজয় কাশ্যপ, গৌতম বিনোদ ভাটিয়া, ওয়াসপি মেহমুদ খান ওরফে চিনা, রিজওয়ান হাসান ওরফে জাভেদ খান এবং দীপক হাওয়াসিং ওরফে জন বাল্মিকি-সহ বিষ্ণোই গ্যাংয়ের পাঁচ সদস্যের নামও রয়েছে অভিযোগপত্রে।