নিষিদ্ধ পলিথিন উৎপাদনের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে সরকার। অবৈধভাবে পলিথিন উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে গাজীপুর জেলার টঙ্গী এলাকার তিলারগাতী ও সাতাইশ এলাকায় অভিযান চালানো হয়েছে। অভিযানে ২ হাজার ৪০০ কেজি পলিথিন ও কাঁচামাল জব্দ এবং এক মালিককে ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে: “শনিবার (২১ জুন) এক বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান হিমু ও ইশতিয়াক আহমেদ অভিযানে নেতৃত্ব দেন। আইনশৃঙ্খলা রক্ষায় অভিযানে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
মোট সাতটি কারখানায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২ হাজার ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন ও পলিথিন উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল পিপি (পলিপ্রোপিলিন) দানা জব্দ করা হয়। এসব পণ্য পরবর্তীতে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালকের (ডিডি) জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
জব্দকৃত কারখানাগুলোর মধ্যে অন্যতম ‘রাফি এন্টারপ্রাইজ’-এর মালিক নজরুল ইসলামকে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে ‘ভাই ভাই পলি প্যাকেজিং’, ‘মায়ের দোয়া প্যাকেজিং’, ‘নাটেক্স থ্রেড অ্যান্ড ট্রিম’ এবং ‘জোনায়েদ প্যাকেজিং’-সহ আরও দুটি কারখানায় তল্লাশি চালানো হয়।
অভিযানে মোট তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এই লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করেছে।
পরিবেশ অধিদপ্তর জানায়, অবৈধভাবে পলিথিন উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান অব্যাহত থাকবে এবং পরিবেশ সংরক্ষণে এই ধরনের অনিয়মের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।”